রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে চিত্রনায়িকা মাহিসহ ৩১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজশাহীর ৬টি সংসদীয় আসনের ৪২ জন প্রার্থীর মধ্যে চিত্রনায়িকা মাহিয়া মাহিসহ ৩১ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। রাজশাহীর জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ স্বাক্ষরিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক বেসরকারি চূড়ান্ত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কোনো প্রার্থী সর্বমোট প্রদত্ত বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগেরও কম ভোট পান তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সেই হিসাবে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ১১ জন প্রার্থীর মধ্যে চিত্রনায়িকা মাহিয়া মাহিসহ ৯ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এই আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ১২ হাজার ২৯৬। এখানে বেসরকারিভাবে নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী ১ লাখ ৩২ হাজার ৫৯২ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের প্রার্থী মো. গোলাম রাব্বানী ৯২ হাজার ৪১৯ ভোট পেয়েছেন। এই দুজন ছাড়া স্বতন্ত্র হিসেবে ট্রাক প্রতীকের প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহি ৯ হাজার ৯ ভোট, বেলুন প্রতীকের শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান ডালিয়া ২ হাজার ৭১৮ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের ‘ছড়ি’ প্রতীকের বশির আহমেদ ৩৩৫ ভোট, স্বতন্ত্রের ঈগলের প্রার্থী মো. আখতারুজ্জামান ২০২ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের টেলিভিশন প্রতীকের প্রার্থী আল-সাআদ ৬০৩ ভোট, তৃণমূল বিএনপির সোনালি আঁশ প্রতীকের জামাল খান দুদু ২৭৩ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোনের নোঙর প্রতীকের প্রার্থী শামসুজ্জোহা ১ হাজার ৯১১ ভোট এবং জাতীয় পার্টির শামসুদ্দিন লাঙ্গল প্রতীকে ৯৩৮ ভোট পেয়েছেন।

রাজশাহী-২ (সদর) আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ৭ জনের মধ্যে ৫ জনই জামায়াত হারিয়েছেন। আসনটিতে সর্বমোট প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা ৯০ হাজার ৪৪১। এখানে বেসরকারিভাবে জয়ী কাঁচি প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থী অধ্যক্ষ মো. শফিকুর রহমান বাদশা ৫৪ হাজার ৯০৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩১ হাজার ৪৬৬ ভোট। এই দুজন ছাড়া জামানত হারানোরা হলেন- জাসদের মশাল প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী ১ হাজার ৬২ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের ‘ছড়ি’ প্রতীকের ইয়াসির আল বিন হাবিব ৩১০ ভোট, বিএনএফ এর নোঙর প্রতীকের কামরুল হাসান ২২৮ ভোট, বাংলাদেশ কংগ্রেসের ‘ডাব’ প্রতীকের প্রার্থী মারুফ শাহরিয়ার ৪০৯ ভোট এবং জাতীয় পার্টির ‘লাঙ্গল’র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন ১ হাজার ৮১৬ ভোট।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে বিজয়ী নৌকার প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদ (১ লাখ ৫৪ হাজার ৯০৯ ভোট) ব্যতিত বাকি ৫ জনই জামায়াত হারিয়েছেন। তারা হলেন- বিজয়ীর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গলের প্রার্থী আব্দুস সালাম খান ৫ হাজার ২৭৪ ভোট, বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলনের ‘নোঙর’ প্রতীকের পার্থী একেএম মতিউর রহমান ৩ হাজার ৫২৩ ভোট, বাংলাদেশের সাংস্কৃতিক মুক্তিজোটের ‘ছড়ি’ প্রতীকের এনামুল হক ৮১০ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের ‘টেলিভিশন’র প্রার্থী বজলুর রহমান ৭৯৯ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির ‘আম’ প্রতীকের সাইদুর রহমান ৯৯৫ ভোট। আসনটিতে মোট ভোট পড়েছে ১ লাখ ৬৬ হাজার ৩১০।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে প্রতিদ্বন্দ্বি ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জনই জামানত হারিয়েছেন। আসনটিতে মোট ভোট পড়েছে ১ লাখ ৬৪ হাজার ৮৯২। এর মধ্যে বিজয়ী নৌকার প্রার্থী অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ ১ লাখ ৭ হাজার ৯৮৩ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. এনামুল হক পেয়েছেন ৫৩ হাজার ৮১২ ভোট। এই দুজন ছাড়া জামানত হারানোরা হলেন- জাতীয় পার্টির ‘লাঙ্গল’র আবু তালেব ১ হাজার ৫১৮ ভোট, বিএনএম’র ‘নোঙর’ প্রতীকের সাইফুল ইসলাম রায়হান পেয়েছেন ১৪৯ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির ‘আম’ প্রতীকের জিন্নাতুল ইসলাম জিন্না ৫৬০ ভোট এবং স্বতন্ত্রের ‘মাথাল’ প্রতীকের বাবুল হোসেন পেয়েছেন ৮৭০ ভোট।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনেও ৬ জনের মধ্যে ৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন। আসনটিতে মোট ভোট পড়েছে ১ লাখ ৭৩ হাজার ৪৩৩। এর মধ্যে নৌকার প্রার্থী মো. আব্দুল ওয়াদুদ দারা ৮৬ হাজার ৯১৩ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগলের মো. ওবায়দুর রহমান ভোট পেয়েছেন ৮৩ হাজার ৮৬২। এই আসনে জামানত হারানোরা হলেন- জাতীয় পার্টির ‘লাঙ্গল’ প্রতীকের আবুল হোসেন ১ হাজার ৫৩১ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির ‘একতারা’ প্রতীকের আলতাফ হোসেন মোল্লা ৪৪০ ভোট, গণফ্রন্টের ‘মাছ’ প্রতীকের মখলেসুর রহমান ৩২৩ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলেনের ‘নোঙর’ প্রতীকের শরিফুল ইসলাম ৩৬৪ ভোট পেয়েছেন।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনটিতেও ৬ জন প্রার্থীর ৪ জনই জামানত হারিয়েছেন। এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৭৭ হাজার ৭৪৯। আসনটিতে নৌকার মো. শাহরিয়ার আলম ১ লাখ ১ হাজার ৫৯৯ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের মো. রাহেনুল হক রায়হান ৭৪ হাজার ২৭৮ ভোট পেয়েছেন। আসনটিতে জামানত হারানো প্রার্থীরা হলেন- জাসদের ‘মশাল’ প্রতীকের জুলফিকার মান্নান জামী ২০২ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ‘নোঙর’ প্রতীকের আব্দুস সামাদ ২৯০ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির ‘আম’ প্রতীকের মহসিন আলী ৪৮২ ভোট এবং জাতীয় পার্টির ‘লাঙ্গল’ প্রতীকের শামসুদ্দিন রিন্টু পেয়েছেন ৮৯৮ ভোট।

এ বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬টি আসনে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। নিয়ম হলো- প্রার্থীকে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হবে। অন্যথায় তার জামানত বাজেয়াপ্ত হবে। সেই হিসেবে ৬টি আসনের মোট ৩১ জনই জামানত হারিয়েছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেবিন ক্রুদের আসল কাজ কী

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

বিদেশগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিল সরকার

জাতীয় দলের কোচিং স্টাফে এবার আইপিএলে কাজ করা অ্যানালিস্ট

আমরা লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে : নেতানিয়াহু

৩ প্যাকেট কাঁচা নুডলস খেয়ে ১৩ বছরের কিশোরের করুণ পরিণতি

তিস্তার বন্যায় কৃষকের স্বপ্ন ভাসছে অনিশ্চয়তার অথৈ জলে

ব্যাংকিং টিপস / ব্যাংকের সুদের হার ও চার্জ সম্পর্কে সচেতন থাকুন

শতভাগ লুটপাটমুক্ত দল জামায়াতে ইসলামী : ড. মোবারক

মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসে মারা গেলেন ছেলেও

১০

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১১

সিঙ্গারে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১২

মেসিহীন মায়ামিকে বাঁচাল রদ্রিগেজের দুর্দান্ত গোল

১৩

গাজায় যেভাবে দুর্ভিক্ষ নেমে এলো

১৪

লেভান্তের মাঠে বার্সার রোমাঞ্চকর জয়

১৫

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

১৬

আকিজ গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকবে নানা সুবিধা 

১৭

বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল

১৮

যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করছে ভারত

১৯

২৪ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X