আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

অসময়ে ভাঙনের কবলে যমুনার তীর রক্ষা বাঁধ

যমুনা নদীর ডান তীর রক্ষা বাঁধে ফের ভয়াবহ ভাঙন। ছবি : কালবেলা
যমুনা নদীর ডান তীর রক্ষা বাঁধে ফের ভয়াবহ ভাঙন। ছবি : কালবেলা

অসময়ে বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর ডান তীর রক্ষা বাঁধে ফের ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সোমবার (৮ জানুয়ারি) দুপুর পর্যন্ত প্রকল্প এলাকার ভান্ডারবাড়ি গ্রামের সামনে থেকে প্রায় ৩৫ মিটার অংশের সিসি ব্লক ধসে নদীতে বিলীন হয়ে গেছে।

রোববার (৭ জানুয়ারি) রাত থেকে এই ভাঙন শুরু হয়। এবার শুষ্ক মৌসুমেই দেখা দিয়েছে যমুনা নদীর ভাঙন। আর বর্ষা মৌসুমে যে কি হবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন যমুনা পাড়ের মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অর্থায়নে ভাঙন রোধে যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়। এই প্রকল্পের আওতায় ২০১১ সালে প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে বরইতলী থেকে ভূতবাড়ি গ্রাম পর্যন্ত ৩ কিলোমিটার দৈর্ঘ্য বাঁধ রক্ষায় কাজ শেষ করা হয়।

ফলে যমুনা নদীর ভাঙন থেমে ছিল। সম্প্রতি নদীর পানি কমে গেলেও পানির প্রবল স্রোতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে হঠাৎ করেই যুমনা নদীতে ভাঙন দেখা দেয়। অব্যাহত ভাঙনের ফলে ভান্ডারবাড়ি গ্রামের সামনের অংশে নতুন করে ভাঙন শুরু হয়ে ভাঙন ধেয়ে আসছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দিকে।

এর আগে ২০২৩ সালের ১২ ডিসেম্বর একই এলাকায় প্রায় ৩০ মিটার অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। ওই সময় পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ভাঙন স্থান মেরামত করে দিয়েছে।

স্থানীয়রা জানান, প্রকল্পের কাজ শেষ করার পর থেকেই সিসি ব্লকে বাঁধানো তীর রক্ষা বাঁধ দফায় দফায় ভেঙে নদীগর্ভে বিলীন হচ্ছে। সিসি ব্লকের বিভিন্ন অংশ ফাঁকা হয়ে যাওয়ায় ভাঙনের হুমকিতে পড়েছে পুরো বাঁধ এলাকা। এরই মধ্যে নদীগর্ভে ধসে গেছে তীর রক্ষা বাঁধের বেশকিছু ব্লক। তৈরি হয়েছে বড় বড় ফাটল। ভাঙনে ঘরবাড়ি হারানোর ভয়ে আছেন নদীর তীরবর্তী মানুষ।

তারা আরও জানান, বর্তমানে যমুনা নদীর বুকে চর জেগে উঠেছে। ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে তীর রক্ষা বাঁধ ঘেষে পানির স্রোত প্রবাহিত হচ্ছে। এখন জরুরি ভিত্তিতে ভাঙন স্থান মেরামত না করা হলে সম্পূর্ণ বাঁধই নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী নিবারণ চক্রবর্তী জানান, খবর পেয়ে ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নদী ভাঙনের বিষয়টি জানানো হয়েছে। বাঁধ সংস্কারের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে চেলসির বড় জয়

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নতুন কমিটিকে সংবর্ধনা

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

১০

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

১১

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

১২

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

১৩

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১৪

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১৫

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১৬

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৭

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৮

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৯

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

২০
X