আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

অসময়ে ভাঙনের কবলে যমুনার তীর রক্ষা বাঁধ

যমুনা নদীর ডান তীর রক্ষা বাঁধে ফের ভয়াবহ ভাঙন। ছবি : কালবেলা
যমুনা নদীর ডান তীর রক্ষা বাঁধে ফের ভয়াবহ ভাঙন। ছবি : কালবেলা

অসময়ে বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর ডান তীর রক্ষা বাঁধে ফের ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সোমবার (৮ জানুয়ারি) দুপুর পর্যন্ত প্রকল্প এলাকার ভান্ডারবাড়ি গ্রামের সামনে থেকে প্রায় ৩৫ মিটার অংশের সিসি ব্লক ধসে নদীতে বিলীন হয়ে গেছে।

রোববার (৭ জানুয়ারি) রাত থেকে এই ভাঙন শুরু হয়। এবার শুষ্ক মৌসুমেই দেখা দিয়েছে যমুনা নদীর ভাঙন। আর বর্ষা মৌসুমে যে কি হবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন যমুনা পাড়ের মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অর্থায়নে ভাঙন রোধে যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়। এই প্রকল্পের আওতায় ২০১১ সালে প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে বরইতলী থেকে ভূতবাড়ি গ্রাম পর্যন্ত ৩ কিলোমিটার দৈর্ঘ্য বাঁধ রক্ষায় কাজ শেষ করা হয়।

ফলে যমুনা নদীর ভাঙন থেমে ছিল। সম্প্রতি নদীর পানি কমে গেলেও পানির প্রবল স্রোতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে হঠাৎ করেই যুমনা নদীতে ভাঙন দেখা দেয়। অব্যাহত ভাঙনের ফলে ভান্ডারবাড়ি গ্রামের সামনের অংশে নতুন করে ভাঙন শুরু হয়ে ভাঙন ধেয়ে আসছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দিকে।

এর আগে ২০২৩ সালের ১২ ডিসেম্বর একই এলাকায় প্রায় ৩০ মিটার অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। ওই সময় পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ভাঙন স্থান মেরামত করে দিয়েছে।

স্থানীয়রা জানান, প্রকল্পের কাজ শেষ করার পর থেকেই সিসি ব্লকে বাঁধানো তীর রক্ষা বাঁধ দফায় দফায় ভেঙে নদীগর্ভে বিলীন হচ্ছে। সিসি ব্লকের বিভিন্ন অংশ ফাঁকা হয়ে যাওয়ায় ভাঙনের হুমকিতে পড়েছে পুরো বাঁধ এলাকা। এরই মধ্যে নদীগর্ভে ধসে গেছে তীর রক্ষা বাঁধের বেশকিছু ব্লক। তৈরি হয়েছে বড় বড় ফাটল। ভাঙনে ঘরবাড়ি হারানোর ভয়ে আছেন নদীর তীরবর্তী মানুষ।

তারা আরও জানান, বর্তমানে যমুনা নদীর বুকে চর জেগে উঠেছে। ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে তীর রক্ষা বাঁধ ঘেষে পানির স্রোত প্রবাহিত হচ্ছে। এখন জরুরি ভিত্তিতে ভাঙন স্থান মেরামত না করা হলে সম্পূর্ণ বাঁধই নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী নিবারণ চক্রবর্তী জানান, খবর পেয়ে ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নদী ভাঙনের বিষয়টি জানানো হয়েছে। বাঁধ সংস্কারের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রমাণ ছাড়া যেকোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

১০

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১১

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১২

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১৩

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১৪

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৫

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৬

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৭

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৮

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৯

বিজয় থালাপতি এখন বিপাকে

২০
X