বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ২৬ প্রার্থীর ২১ জনই হারাচ্ছেন জামানত

বাগেরহাটের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
বাগেরহাটের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

বাগেরহাটের চারটি আসনে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ২১ জন প্রার্থী জামানত হারাচ্ছেন। এদের মধ্যে দুজন স্বতন্ত্র এবং বাকিরা বিভিন্ন দলের প্রার্থী।

নির্বাচনী বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের আট শতাংশের থেকে একটি ভোট বেশি পেতে হবে। এর নিচে পেলে তিনি জামানত হারাবেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনে ৩ লাখ ৫২ হাজার ৮২১টি ভোটের মধ্যে ২ লাখ ৩৮ হাজার ৬৯৩টি ভোট পড়েছে। এখানে ছয়জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। বিজয়ী প্রার্থী শেখ হেলাল উদ্দিন পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ৯৩৯ ভোট। এ ছাড়া তার ৫ প্রতিদ্বন্দ্বী জামানত হারাচ্ছেন।

তারা হলেন বাংলাদেশ কংগ্রেসের এইচ এম আতাউর রহমান আতিকী ১১৭৫ ভোট, এনপিপির বাসুদেব গুহ ২০৬৫ ভোট, জাতীয় পার্টির মো. কামরুজ্জামান ৫২১০ ভোট, বিএনএমের মো. মঞ্জুর হোসেন শিকদার ২৭৯৬ ভোট এবং তৃণমূল বিএনপির মো. মাহফুজুর রহমান ১৭৮৫ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।

এদিকে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে ছয়জন প্রার্থীর মধ্যে পাঁচজনই জামানত হারাচ্ছেন। এই আসনে ৩ লাখ ২০ হাজার ১৪১ ভোটের মধ্যে ২ লাখ ৫ হাজার ৮৭২টি ভোট কাস্ট হয়েছে। এখানে বিজয়ী প্রার্থী শেখ তন্ময় পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৩১৮ ভোট।

জামানত হারানো প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী এসএম আজমল হোসেন ১৪৫৫ ভোট, জাকের পার্টির খান আরিফুর রহমান ৩১৬৩ ভোট, তৃণমূল বিএনপির মরিয়ম সুলতানা ২৭৬২ ভোট, বিএনএমের সোলায়মান শিকদার ১৯০৭ ভোট এবং জাতীয় পার্টির হাজরা শহিদুল ইসলাম ৪১৭৪ ভোট পেয়ে জামানত হারাতে বসেছেন।

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিজয়ী প্রার্থী নৌকার হাবিবুন নাহার ও স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের জামানত রক্ষা হয়েছে। বিভিন্ন দলের অন্য পাঁচ প্রার্থী জামানত হারিয়েছেন। এই আসনে ২ লাখ ৫৪ হাজার ৮৫৮ ভোটের মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৯৩০ ভোট কাস্ট হয়েছে।

এখানে বিজয়ী প্রার্থী হাবিবুন নাহার পেয়েছেন ৮৪ হাজার ৩৭২, স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৫৮ হাজার ৪৬৮ ভোট। জামানত হারানোরা বাংলাদেশ কংগ্রেসের মফিজুল ইসলাম গাজী ২০৮ ভোট, তৃণমূল বিএনপির ২২৮ ভোট, জাতীয় পার্টির মো. মনিরুজ্জামান মনি ৬৭০ ভোট, বিএনএমের ৪২৩ ভোট এবং জাসদের শেখ নুরুজ্জামান মাসুম ৩৩৮ ভোট পেয়েছেন।

অন্যদিকে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে সাত প্রার্থীর মধ্যে ছয় প্রার্থী জামানত হারিয়েছেন। এই আসনে ৩ লাখ ৫৩ হাজার ৩১৪ ভোটের মধ্যে ২ লাখ ১৪ হাজার ৭৬৭ ভোট কাস্ট হয়েছে। এখানে বিজয়ী প্রার্থী নৌকার এইচ এম বদিউজ্জামান সোহাগ পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৩৪ ভোট।

জামানত হারানো প্রার্থীরা হলেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মুহাম্মদ বদরুজ্জামান ৯৯২ ভোট, এনপিপির মোহাম্মদ লোকমান ১৬১১ ভোট, বিএনএমের মো. রেজাউল ইসলাম রাজু ৬৩৬ ভোট, তৃণমূল বিএনপির লুৎফুন নাহার রিক্তা ৬০৭ ভোট, জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রী ২২২০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী এম আর জামিল হোসেন পেয়েছেন ৫৩৭৬ ভোট। তবে এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী এম আর জামিল হোসেন নির্বাচনের দিন দুপুরে ভোট বয়কট করেছিলেন।

বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহা. খালিদ হোসেন বলেন, খুবই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চারটি আসনে ২১ জন প্রার্থী জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তারা সবাই কাস্টিং ভোটের ৮ শতাংশের কম ভোট পেয়েছেন। বিজয়ী ৪ প্রার্থী ও বাগেরহাট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের জামানত রক্ষা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিপ্রবিতে অর্থ কেলেঙ্কারি, ২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার

ফুলবাড়ী ট্র্যাজেডি : দিবসেই শুধু কদর বাড়ে নিহতদের পরিবারের

৩৫ বছর ধরে বেদখলে থাকা জমি ঢাকঢোল পিটিয়ে উদ্ধার

ঘোষিত দলে কেন জায়গা হয়নি নেইমারের, জানালেন আনচেলত্তি

মাছের মাথার ‘সোনার মণি’ বিক্রি করে লাখ টাকা আয় নেওয়াজের

পার্লামেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, এক রাতেই সব পুড়ে ছাই

থালাপতির মতো কেন জনতার নায়ক হতে পারলেন না বাংলাদেশের ক্রিকেটাররা?

সেনাবাহিনীর গাড়িতে ট্রাকের ধাক্কা, ৮ সদস্য আহত

ইরানের সঙ্গে বসছে ইউরোপের তিন শক্তি

১০

নিউইয়র্কে কনস্যুলেটের ঘটনায় মিশনের ব্যাখ্যা

১১

আজকে স্বর্ণের বাজার দর

১২

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিরুদ্ধে রিভিউ শুনানি শুরু

১৩

বোলিং করতে না দেওয়ায় অধিনায়ককে গুলি করে হত্যা

১৪

জেনে নিন উচ্চ রক্তচাপের ১২ কারণ

১৫

১৬ বছর বয়সী কিশোরের ইতিহাস গড়া ম্যাচে লিভারপুলের শ্বাসরুদ্ধকর জয়

১৬

রুমিন ফারহানাকে নিয়ে অজানা গল্প বললেন আরজে কিবরিয়া

১৭

গাঁজা নিয়ে কারাগারে প্রবেশকালে কর্মচারী আটক

১৮

ডাকসুর প্রচারণায় মানতে হবে যেসব আচরণবিধি

১৯

চাকসু নির্বাচনে প্রক্টর ও রেজিস্ট্রারের অব্যহতি চেয়েছে ছাত্রদল

২০
X