সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পত্রিকা এজেন্টকে মারধর-হুমকি, চেয়ারম্যানের নামে মামলা

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী। ছবি : সংগৃহীত
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে দৈনিক কালবেলাসহ বিভিন্ন পত্রিকার এজেন্ট দৌলত মন্ডল ও তার ছেলেকে মারধরের অভিযোগ ওঠে। এ ছাড়া তাদের এলাকা ছাড়ার হুমকিও দেওয়া হয়। এ অভিযোগে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে বেলকুচি থানায় দৌলত মন্ডলের ছেলে মমিন মন্ডল বাদী হয়ে মামলাটি করেন। এর আগে সকালে দৌলত মামলা করতে গেলে তা জিডি হিসেবে নথিভুক্ত করে পুলিশ।

মামলার এজাহারে বাদীর বর্ণনায় জানা যায়, দৌলত মন্ডলের বড় ছেলে ব্যবসায়ী মোমিন মন্ডল এবং ছোট ছেলে নাবিন মন্ডল সিরাজগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের সমর্থক ছিলেন। কিন্তু নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল মমিন মন্ডল এমপি বিজয়ী হওয়ার পর দিন সোমবার (৮ জানুয়ারি) নাবিন মন্ডলকে প্রাণনাশের হুমকি দেন ভাইস চেয়ারম্যান ইউসুফ ও তার সহযোগীরা। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় বেলকুচি আদালত পাড়ায় পত্রিকা বিক্রির সময় দৌলত মন্ডলকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেন তিনি।

এর কিছুক্ষণ পর চালার কুদ্দুর কোয়ার্টারে ভাড়া বাড়িতে গিয়ে দৌলত মন্ডল ও বড় ছেলে মোমিন মন্ডলকে পরিবার ও প্রতিবেশীর সামনেই মারধর করেন তারা।

বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, ‘নির্বাচনের পরই দৌলত মন্ডল ও তার ছেলে মোমিন, নাবিনসহ ঈগল সমর্থকদের ওপর অত্যাচার চলছে।’

বেলকুচি থানার ওসি আনিসুর রহমান বলেন, ‘বাদীর লিখিত এজাহার অনুযায়ী মামলা হয়েছে। এর আগে তার বাবার জিডিও এন্ট্রি করা হয়েছে। আসামি গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।’

পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল বলেন, ‘দৌলত মন্ডল ও তার ছেলে মোমিন মন্ডলকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামি গ্রেপ্তারের বিষয়ে থানার পাশাপাশি বেলকুচির সার্কেল এএসপি ও ডিবি পুলিশকেও দায়িত্ব দেওয়া হয়েছে।’

এমপি মমিন মন্ডলের সমর্থক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী বলেন, ‘দৌলত মন্ডলের ছেলে মোমিন মন্ডল ও নাবিন মন্ডল ভোটের দিন আমার ছেলেকে মারধর করেছে। এ জন্য দৌলত মন্ডলের বাড়িতে গিয়ে পুলিশের সামনেই ছেলেদের নিয়ে এলাকা থেকে অন্যত্র চলে যেতে বলেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

০৬ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

তিস্তার পানির তোড়ে ভেঙে যেতে পারে ফ্লাইড বাইপাস সড়কটি

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে : নীরব

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

১০

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

১১

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

১২

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

১৩

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

১৪

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১৫

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১৬

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৭

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

১৮

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

১৯

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

২০
X