সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পত্রিকা এজেন্টকে মারধর-হুমকি, চেয়ারম্যানের নামে মামলা

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী। ছবি : সংগৃহীত
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে দৈনিক কালবেলাসহ বিভিন্ন পত্রিকার এজেন্ট দৌলত মন্ডল ও তার ছেলেকে মারধরের অভিযোগ ওঠে। এ ছাড়া তাদের এলাকা ছাড়ার হুমকিও দেওয়া হয়। এ অভিযোগে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে বেলকুচি থানায় দৌলত মন্ডলের ছেলে মমিন মন্ডল বাদী হয়ে মামলাটি করেন। এর আগে সকালে দৌলত মামলা করতে গেলে তা জিডি হিসেবে নথিভুক্ত করে পুলিশ।

মামলার এজাহারে বাদীর বর্ণনায় জানা যায়, দৌলত মন্ডলের বড় ছেলে ব্যবসায়ী মোমিন মন্ডল এবং ছোট ছেলে নাবিন মন্ডল সিরাজগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের সমর্থক ছিলেন। কিন্তু নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল মমিন মন্ডল এমপি বিজয়ী হওয়ার পর দিন সোমবার (৮ জানুয়ারি) নাবিন মন্ডলকে প্রাণনাশের হুমকি দেন ভাইস চেয়ারম্যান ইউসুফ ও তার সহযোগীরা। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় বেলকুচি আদালত পাড়ায় পত্রিকা বিক্রির সময় দৌলত মন্ডলকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেন তিনি।

এর কিছুক্ষণ পর চালার কুদ্দুর কোয়ার্টারে ভাড়া বাড়িতে গিয়ে দৌলত মন্ডল ও বড় ছেলে মোমিন মন্ডলকে পরিবার ও প্রতিবেশীর সামনেই মারধর করেন তারা।

বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, ‘নির্বাচনের পরই দৌলত মন্ডল ও তার ছেলে মোমিন, নাবিনসহ ঈগল সমর্থকদের ওপর অত্যাচার চলছে।’

বেলকুচি থানার ওসি আনিসুর রহমান বলেন, ‘বাদীর লিখিত এজাহার অনুযায়ী মামলা হয়েছে। এর আগে তার বাবার জিডিও এন্ট্রি করা হয়েছে। আসামি গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।’

পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল বলেন, ‘দৌলত মন্ডল ও তার ছেলে মোমিন মন্ডলকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামি গ্রেপ্তারের বিষয়ে থানার পাশাপাশি বেলকুচির সার্কেল এএসপি ও ডিবি পুলিশকেও দায়িত্ব দেওয়া হয়েছে।’

এমপি মমিন মন্ডলের সমর্থক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী বলেন, ‘দৌলত মন্ডলের ছেলে মোমিন মন্ডল ও নাবিন মন্ডল ভোটের দিন আমার ছেলেকে মারধর করেছে। এ জন্য দৌলত মন্ডলের বাড়িতে গিয়ে পুলিশের সামনেই ছেলেদের নিয়ে এলাকা থেকে অন্যত্র চলে যেতে বলেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণ ব্যাংকের আরও এক শাখায় অগ্নিকাণ্ডের চেষ্টা

নিলামে অংশ নিলেও ক্রিকেটার কেনার ইচ্ছে নেই এই ফ্র্যাঞ্চাইজির

তিন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল

শীতে কিডনিতে পাথর জমার ঝুঁকি বাড়ে, এই ৪ নিয়ম মানলে বিপদ এড়ানো সম্ভব

ভূমিকম্পে হতাহতদের দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য সম্পাদক 

ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

বালুর ট্রাকে লুকানো ছিল ৫ কোটি টাকার ভারতীয় পণ্য, অতঃপর...

সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ খালেদা জিয়ার 

অতীত ভাবার বিষয় নয়, উন্নয়নের রাজনীতি করতে চাই : বাবর

সাদমান-জয়ের ফিফটিতে চালকের আসনে বাংলাদেশ

১০

বড় ভূমিকম্পের আগাম বার্তা

১১

পানি পানে এই ৪ ভুল করছেন? হতে পারে ভয়াবহ বিপদ

১২

একাত্তরে স্বপ্নে দেখা সোনার বাংলাদেশ গড়তে চাই : শামীম সাঈদী

১৩

দুবাই এয়ারশোতে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত

১৪

ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক

১৫

টানা ৩০ দিন প্রতি রাতে জিরা ভেজানো পানি পান করলে কী হয়?

১৬

যে মাত্রায় ভূমিকম্প হয়েছে তার তুলনায় ‘ইনজুরড’ বেশি : স্বাস্থ্য উপদেষ্টা

১৭

মোটরসাইকেল না দেয়ায় বাড়িতে পেট্রোল ও ককটেল বিস্ফোরণ যুবকের

১৮

পাকিস্তানে বয়লার বিস্ফোরণে ১৫ শ্রমিক নিহত

১৯

অ্যাশেজ সিরিজ : ১০০ বছরে এমন ঘটনা এবারই প্রথম ঘটল

২০
X