খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলায় অবস্থিত ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। পাইকগাছা ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহকে সভাপতি, দিব্য ডায়াগনস্টিক ও রাজ হাসপাতালের মালিক ডা. সঞ্জয় কুমার মন্ডলকে সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহর ডায়াবেটিস কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটিতে অন্যারা হলেন- সহসভাপতি ডা. সুজন কুমার সরকার (পাইকগাছা মা ও শিশু সেবা সদন), ডা. প্রশান্ত কুমার মন্ডল (হেলথ্ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার), যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জি এম শফিকুল ইসলাম (নুরজাহান মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার), সাংগঠনিক সম্পাদক মো. রকিবুজ্জামান (ড্রিম ফোর হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার), কোষাধ্যক্ষ প্রভাষক এস রোহতাব উদ্দীন আহমেদ (শিবসা ডায়গনস্টিক সেন্টার), দপ্তর সম্পাদক জি এম খায়রুল ইসলাম (ফারিন হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক), প্রচার সম্পাদক শাহাজামান বাদশা (নিউ মডার্ন ডায়াগনস্টিক কমপ্লেক্স), সাংস্কৃতিক সম্পাদক সুধাংশু কুমার মন্ডল (কেয়া ডায়াগনস্টিক সেন্টার), সমাজ কল্যাণ সম্পাদক শিবরঞ্জন বাছাড় (ডক্টরস ডায়াগনস্টিক সেন্টার), নির্বাহী সদস্য ডা. আ. মজিদ (আল-আমিন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার), তৃপ্তি রঞ্জন সেন (পাইকগাছা সার্জিক্যাল ক্লিনিক), গৌতম সরকার (বাঁকা সার্জিকাল ক্লিনিক) ও কামরুজ্জামান (পাইকগাছা সার্জিক্যাল ক্লিনিক)।
মন্তব্য করুন