রীতা রানী কানু, ফুলবাড়ী (দিনাজপুর)
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ১০:৪০ এএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

আগাম আলু চাষে ৪ গুণ লাভ, চাষিদের হতে হয় কৌশলী

দিনাজপুরের ফুলবাড়ীতে আলু তোলায় ব্যস্ত দিনমজুর। ছবি : কালবেলা
দিনাজপুরের ফুলবাড়ীতে আলু তোলায় ব্যস্ত দিনমজুর। ছবি : কালবেলা

দিনাজপুরের ফুলবাড়ীতে আগাম আলু চাষে আশানুরূপ লাভ হওয়ায় খুশি চাষি। উৎপাদন খরচ বাদ দিয়ে অন্তত চারগুণ লাভ হচ্ছে বলে জানাচ্ছেন তারা। পাইকাররা চাষিদের ক্ষেত থেকেই আলু কিনে নিয়ে যাচ্ছেন। এতে চাষিরা বিপণন নিয়েও দুশ্চিন্তামুক্ত। সংশ্লিষ্টরা বলছেন, আগাম আলু চাষে চাষিদের কৌশলী হতে হয়। আলু তোলার সঙ্গে সঙ্গে ওই জমিতে যেন অন্য শীতকালীন ফসলও বেড়ে উঠে, সেদিকে মনোযোগী হতে হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকাসহ সাতটি ইউনিয়নে ১ হাজার ৭৭০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রতি হেক্টরে ২৫ থেকে ৩০ টন আলু। এর মধ্যে ২২০ হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ করা হয়েছে।

উপজেলার পলিশিবনগর গ্রামের আলু চাষি হামিদুল ইসলাম বলেন, দেড় বিঘা জমিতে আগাম জাতের আলু চাষ করেছেন তিনি। মাত্র ৫৬ দিন পরেই ক্ষেত থেকে নতুন আলু তুলতে শুরু করেছেন। আলুর ফলন ও দাম দুটোই আশানুরূপ পেয়েছেন। আবহাওয়া ভালো থাকায় আলুক্ষেতে তেমন রোগবালাই না ধরায় কীটনাশক স্প্রে করতে হয়নি। দেড় বিঘা জমিতে আলু চাষে তার খচর হয়েছে প্রায় ৩২ হাজার টাকা।

তিনি আরও জানান, জমি থেকেই পাইকাররা প্রতি কেজি ৪৪ টাকা কেজি দরে কিনে নিয়ে গেছেন। তার জমির উৎপাদন খরচ বাদ দিয়ে অন্তত দেড় লাখেরও বেশি টাকা লাভ হবে হবে আশা করছেন।

উপজেলার গোপালপুর গ্রামের আলু চাষি যোতিশ চন্দ্র রায় বলেন, প্রায় চার বিঘা জমি বর্গা নিয়ে আলু চাষ করেছেন। দুয়েক দিনের মধ্যে তার জমির আলু তোলা শেষ হবে। তেমন প্রাকৃতিক দুর্যোগ না থাকায় আলুর উৎপাদন খরচ তুলনামূলক কম হয়েছে। বর্তমানে আলুর বাজার দর ভালো থাকায় আশানুরূপ লাভ হবে বলে তিনি আশা করছেন।

উপজেলার আলুর পাইকারি ক্রেতা কালুকান্ত দত্ত বলেন, বাজারে আগাম জাতের আলু উঠায় এসব আলু রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এ বছর আলুসহ সব ধরনের সবজির দাম বেশি হওয়ায় চাষিরা লাভবান হচ্ছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, চাষিরা আগাম জাতের আলু ক্ষেত থেকে ৫৫-৬০ দিনের মধ্যে উত্তোলনের পর ওই জমিতে পুনরায় ভুট্টা বা বোরো ধান চাষ করতে পারবেন।

তিনি আরও বলেন, উপজেলায় আগাম জাতের আলু ২২০ হেক্টর জমিতে চাষ হয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রতি হেক্টর জমিতে ১৫ টন। এ বছর বাজারে নতুন আলুর আশানুরূপ দাম পাওয়ায় আলু চাষিরা লাভবান হয়েছেন। উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদী কেন ভূমিকম্পের কেন্দ্র?

বাংলাদেশে হিন্দু-মুসলিম-খ্রিষ্টানে ভেদাভেদ নেই : ড. এমএ কাইয়ুম

যতদিন ইনসাফ কায়েম না হবে ততদিন সংগ্রাম চলবে : সাদিক কায়েম

নির্বাচন উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা 

গ্রামীণ ব্যাংকের আরও এক শাখায় অগ্নিকাণ্ডের চেষ্টা

নিলামে অংশ নিলেও ক্রিকেটার কেনার ইচ্ছে নেই এই ফ্র্যাঞ্চাইজির

তিন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল

শীতে কিডনিতে পাথর জমার ঝুঁকি বাড়ে, এই ৪ নিয়ম মানলে বিপদ এড়ানো সম্ভব

ভূমিকম্পে হতাহতদের দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য সম্পাদক 

ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

১০

বালুর ট্রাকে লুকানো ছিল ৫ কোটি টাকার ভারতীয় পণ্য, অতঃপর...

১১

সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ খালেদা জিয়ার 

১২

অতীত ভাবার বিষয় নয়, উন্নয়নের রাজনীতি করতে চাই : বাবর

১৩

সাদমান-জয়ের ফিফটিতে চালকের আসনে বাংলাদেশ

১৪

বড় ভূমিকম্পের আগাম বার্তা

১৫

পানি পানে এই ৪ ভুল করছেন? হতে পারে ভয়াবহ বিপদ

১৬

একাত্তরে স্বপ্নে দেখা সোনার বাংলাদেশ গড়তে চাই : শামীম সাঈদী

১৭

দুবাই এয়ারশোতে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত

১৮

ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক

১৯

টানা ৩০ দিন প্রতি রাতে জিরা ভেজানো পানি পান করলে কী হয়?

২০
X