দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে আবারও বিজয়ী হন শামীম ওসমান। নারায়ণগঞ্জের প্রভাবশালী এ আওয়ামী লীগ নেতা সংবাদ সম্মেলন ডেকেছেন। পুনরায় নির্বাচিত হওয়ার পর এটি তার প্রথম সংবাদ সম্মেলন হতে যাচ্ছে। সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।
নির্বাচনের পর প্রথমবারের মতো আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কী বলবেন, তা নিয়ে গণমাধ্যমকর্মী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। শামীম ওসমানের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মূলত নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি নিয়ে কর্মপরিকল্পনার কথা জানাবেন তিনি। গণমাধ্যমের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীকে এ বিষয়ে নতুন কোনো বার্তা দেবেন তিনি।
এর আগে নির্বাচনী প্রচারে শামীম ওসমান বলেছিলেন, তিনি পবিত্র কাবা শরিফ ছুঁয়ে শপথ করেছেন নারায়ণগঞ্জকে যে কোনো মূল্যে মাদকমুক্ত করবেন। এ জন্য সাংবাদিকসহ সবার সহযোগিতা চেয়েছেন প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতা।
তিনি তখন বলেন, ২০০ বছরের কলঙ্ক টানবাজার পতিতা পল্লী উচ্ছেদ করে এখানকার নির্যাতিত নারীদের পুনর্বাসন করতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নিয়েছিলেন। শত বাধা বিপত্তি পেরিয়ে সফল হয়েছেন। জিনাবৃত্তি দূর করে এই জেলাকে কলঙ্কমুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যই তিনি এ কাজ করেছেন। তেমনি মাদকাসক্ত সন্তান একটি পরিবারের জন্য কতটা দুর্যোগ বয়ে আনে সেটা অনুধাবন করে মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মন্তব্য করুন