চুয়াডাঙ্গায় মাঘের বৃষ্টিতে হাড় কাপানো শীত পড়ছে। চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। তীব্র শীতে জেলার মাধ্যমিক বিদ্যালয়গুলো বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়।
বুধবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর ভোরের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায়। সকাল ৮টা পর্যন্ত বৃষ্টি হয়। বৃষ্টির সঙ্গে হিমেল হাওয়া শীতের তীব্রতা বহগুণ বাড়িয়েছে। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না মানুষ।
বৃহস্পতিবার সকাল ছয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ। ভোর ৫টা ৪৫ মিনিট থেকে বৃষ্টি শুরু হয়ে সকাল ৮টা ১০ মিনিটে শেষ হয়েছে। মোট ১৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯২%।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষনাগার কেন্দ্রের ইনচার্জ জামিনুর রহমান জানান, এখন থেকে আগামীদিনে তাপমাত্রা আরও কমতে পারে। শীতের তীব্রতা বেড়ে যাবে।
এদিকে শীতের কারণে চুয়াডাঙ্গার মাধ্যমিক বিদ্যালয়গুলো একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়। চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষা অফিসার বলেন, আজ বৃষ্টিপাতের কারণে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শুধুমাত্র আজকের জন্য জেলার ১৪১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৯টি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের ছুটি ঘোষণা করা হয়েছে।
সকাল দশটায় বিদ্যালয়গুলোতে বার্তা আসে। এরপর শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়। তবে শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা বিদ্যালয়ে ছিলেন। কেবলমাত্র শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি দেয়া হয়নি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান বলেন, সরকারি ঘোষণা আছে তাপমাত্রা সর্বনিম্ন ১০ ডিগ্রি হলে বিদ্যালয় বন্ধ থাকবে। কিন্তু আজ চুয়াডাঙ্গায় সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় জেলার সাধারণ তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
মন্তব্য করুন