চাঁদপুরের মতলব দক্ষিণে পৌরসভাস্থ ৪নং ওয়ার্ডের চরমুকুন্দী ও কদমতলী গ্রামে উপজেলা মৎস্য অফিস কর্তৃক বিশেষ কম্বিং অপারেশন করে ৬টি অবৈধ বেহুন্দি জাল জব্দ ও চারজন অসাধু জেলেকে ভ্রাম্যমাণ আদালতে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় বিশেষ কম্বিং অপারেশন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা।
প্রতিবছরের মতো এবারও শীত মৌসুমে মতলব দক্ষিণ উপজেলাস্থ নারায়নপুর, নায়েরগাঁও, উপাদী উত্তর, উপাদী দক্ষিণ, বাইশপুর, চরমুকুন্দি, মাছুয়াখাল, উদ্দমদী কাজির বাজার ও ধনাগোদা নদীসহ বিভিন্ন জলসীমা থেকে কিছু সংখ্যক সংঘবদ্ধ অসাধু জেলের দল নির্বিচারে নিষিদ্ধ বেহুন্দি জালে দেশি প্রজাতির পোনা নিধনে মেতে উঠেছে। পোনা ধরা নিষেধ থাকলেও ক্ষতিকর বেহুন্দি জালের মাধ্যমে দেশি প্রজাতির মাছের বংশবিস্তার হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন অন্যান্য সচেতন জেলে সম্প্রদায় ও সাধারণ মানুষ। জব্দকৃত বেহুন্দি জাল পরিশেষে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
বেহুন্দি জাল এতই ক্ষতিকর, ছোট ছোট মাছসহ ডিমকে শেষ করে ফেলে। তাই এ ধরনের জালের ব্যবহার বন্ধে কঠোর হওয়ার দাবি জেলেসহ সংশ্লিষ্টদের।
এ সময় অপারেশনে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, দক্ষিণ থানার পুলিশ সদস্য এসআই আব্দুল হান্নানসহ সঙ্গীয় ফোর্স ও আনসার সদস্যরা।
বিশেষ কম্বিং অপারেশনে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন, ক্ষতিকর বেহুন্দি জাল নদী নালা ও বিভিন্ন জলসীমায় সারাবছর নিষিদ্ধ। বেহুন্দি জাল উৎখাতসহ পোনা মাছধরা বন্ধে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন