কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত নেতা খালেকের জানাজা সম্পন্ন

পঞ্চগড়ে জামায়াত নেতা খালেকের জানাজা। ছবি : কালবেলা
পঞ্চগড়ে জামায়াত নেতা খালেকের জানাজা। ছবি : কালবেলা

হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলার সাবেক আমির মাওলানা আব্দুল খালেকের নামাজে জানাজা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন কলেজ মাঠে তার নামাজে জানাজায় অসংখ্য মানুষ শরিক হন। আব্দুল খালেক জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের সদস্যরা।

বুধবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাওলানা আব্দুল খালেক। তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে টানা ৩৭ দিন হাসপাতালে চিকিৎসারত ছিলেন। গত ১২ ডিসেম্বর সন্ধ্যার দিকে পঞ্চগড় থেকে মোটরসাইকেলে করে তেঁতুলিয়া যাওয়ার পথে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের দশমাইল নামক এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন মাওলানা আব্দুল খালেক।

একটি ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে রংপুরে এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয়।

মাওলানা আব্দুল খালেক পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য এবং রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ছিলেন। এর আগে দীর্ঘদিন পঞ্চগড় জেলা জামায়াতের আমিরের দায়িত্বও পালন করেন তিনি। একাধারে তিনি একজন ব্যবসায়ী ছিলেন। পঞ্চগড় জেলা শহরের ইসলামবাগ এলাকায়।

জানাজায় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম। তিনি জানাজার পূর্বে বলেন, মাওলানা আব্দুল খালেকের শূণ্যতা সহজে পূরণ হবার নয়। তিনি ছিলেন সকলের কাছের ও পছন্দের একজন মানুষ। আজকের জানাজায় জেলবন্দি আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান যদি বাইরে থাকতেন অবশ্যই এখানে উপস্থিত হতেন। আমি বর্তমান ভারপ্রাপ্ত আমিরে জামায়াতের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছি। মাওলানা আব্দুল খালেক সারাজীবন যে হক্বের দাওয়াত দিয়েছেন, তিনি যে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে আমৃত্যু লড়াই করেছেন আজ আমাদের সবাইকে শপথ নিতে হবে তার রেখে যাওয়া সে কাজ আমরা যথারীতি আঞ্জাম দেব। আল্লাহ মরহুমের সকল গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসে দাখিল করুন। তার পরিবার পরিজনকে এ শোক সইবার শক্তি দান করুন।

জানাজা নামাজে আরও বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগরী আমির এটিএম আজম খান, পঞ্চগড় জেলা আমির অধ্যাপক ইকবাল হোসাইন, নীলফামারী জেলা আমির মো. আব্দুর রশিদ, ঠাকুরগাঁও জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুর উত্তর জেলা আমির আনিসুর রহমান, রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, কুড়িগ্রাম জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, লালমনিরহাট জেলা আমির অধ্যাপক আতাউর রহমান এবং দিনাজপুর দক্ষিণ জেলার নায়েবে আমির মুহাদ্দিস ড. এনামুল হক, পঞ্চগড় জেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও চেম্বার অব কমার্সের সভাপতি হান্নান শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পরিবারের পক্ষ থেকে মরহুমের বড় ছেলে এডভোকেট সাদিকুল আজিম ও মরহুমের ভাইয়েরা আবুল কালাম আজাদ।

জানাজা পূর্ব আলোচনা সঞ্চালনা করেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক ও কামাত কাজলদিঘী চেয়ারম্যান তোফায়েল প্রধান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পাথর লুটে জড়িত ৪২ জনের নাম প্রকাশ

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের তৃতীয় হার

নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের সমর্থন ও সহযোগিতা চাইলেন তারেক রহমান

পাচার হওয়া অর্থ ফেরত আনতে কত বছর লাগবে, জানালেন প্রেস সচিব

স্বেচ্ছায় চাকরি ছাড়লেন বিসিএস ক্যাডারের ৬ কর্মকর্তা

চাকরি দিচ্ছে এসিআই, আবেদন করুন এখনই

কালুখালী জংশনে থামবে বেনাপোল এক্সপ্রেস, স্থানীয়রা উচ্ছ্বসিত 

হচ্ছে না ‘রাউডি রাঠোর ২’

তামিমের বিয়ে নিয়ে বিভ্রান্তি, মজা করলেন শান্ত

টেলিকম প্রতিষ্ঠানকে ব্যবহার করে গোয়েন্দা নজরদারির গোমর ফাঁস

১০

‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে’

১১

সাদাপাথর লুটপাটে জড়িতের দ্রুত শাস্তির আওতায় আনা হবে : সিলেটের ডিসি 

১২

প্রধান উপদেষ্টাকে উপহার দিলেন মেঘ

১৩

মোটরযানমুক্ত আধুনিক শহর, দেখেই চোখ জুড়ায় (ভিডিও)

১৪

জিলানীর শরীরে রয়ে যাওয়া ‘পিলেট’ অপসারণ করলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক রফিক

১৫

গণপরিষদ নির্বাচনের বিষয়ে সরকারকে সিদ্ধান্তে আসতে হবে : আখতার 

১৬

৫ কাজ করতে পারবেন না ডাকসুর প্রার্থীরা

১৭

ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টিবলয় ‘স্পিড’, কবে কোথায় প্রভাব ফেলবে

১৮

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে যে সিদ্ধান্ত নিল ভারত সরকার

১৯

ইমিগ্রেশনের সময় যে ৭ কথা বললেই মহাবিপদ

২০
X