সিরাজগঞ্জের তাড়াশে পূর্বশত্রুতার জের ধরে বিষ প্রয়োগ করে একটি মাদ্রাসার সাড়ে ৮ বিঘা জমির সরিষা ও ভুট্টা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে নাটোরের তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজীপুর সরদার আব্দুল হামিদ দারুল উলুম মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান এ অভিযোগ দেন। ইতিমধ্যে প্রাথমিক তদন্তে বিষপ্রয়োগে ফসল পুড়িয়ে ফেলার সত্যতাও পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
অভিযোগে উল্লেখ করা হয়, মামলায় হেরে রফিকুল ইসলাম পোড়া বিষ দিয়ে ওই জমির ভুট্টা ও সরিষা নষ্ট করেছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার পতিরামপুর মৌজায় ১৩৮ ও ১৩৩ শতক ফসলি জমি খুবজীপুর সরদার আব্দুল হামিদ দারুল উলুম মাদ্রাসার নামে ক্রয় করা হয়। ওই জমি নিজের দাবি করে পতিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম সিরাজগঞ্জ আদালতে রেকর্ড সংশোধনের জন্য মামলা দায়ের করেন। মামলায় রফিকুল ইসলাম নিম্ন আদালতে পরাজিত হয়ে সিরাজগঞ্জ জর্জ কোর্টে আপিল করেন। সেখানেও তিনি হেরে যান। বর্তমানে মামলাটি হাইকোর্টের আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।
খুবজীপুর সরদার আব্দুল হামিদ দারুল উলুম মাদ্রাসার সাধারণ সম্পাদক আনিসুজ্জামান অভিযোগ করেন, পরপর দুইবার মামলায় পরাজিত হয়ে রফিক মাস্টার মাদ্রাসার জমির ফসল নষ্ট করছে।
তবে অভিযোগ অস্বীকার করে মো. রফিকুল ইসলাম জানান, আমার বাবা পত্তনী নিয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। মামলায় হেরে গেছি সত্য। আমি উচ্চ আদালতে আপিল করেছি।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর উপজেলা কৃষি কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, তদন্তে সরিষা নষ্ট করার বিষয়ের ঘটনার সত্যতা পাওয়া গেছে। অল্প দিনের মধ্যেই প্রতিবেদন দেওয়া হবে।
মন্তব্য করুন