পটুয়াখালীর বাউফলে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. সেলিমকে (৫৫) গ্রেপ্তার করছে বাউফল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাউফল পৌর শহরের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনমজুর বাবার শিশুসন্তানটি তার নানির বাড়িতে থাকত। প্রতিদিনের মতো বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পৌর শহরের ৯নং ওয়ার্ডের শের-ই-বাংলা সড়কের বালুর মাঠে অন্যান্য শিশুর সঙ্গে খেলছিল। দুপুর ১২টার দিকে সেলিম শিশুটির হাত ধরে টেনে পাশের ঝোপের ভেতর নিয়ে ধর্ষণ করে। তখন শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত সেলিম পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে। একই এলাকার বাসিন্দা অভিযুক্ত সেলিম ২ সন্তানের বাবা।
ধর্ষণের শিকার শিশুর নানি খালেদা বলেন, সেলিম আমার নাতনির ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। আমি সেলিমের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, ধর্ষণের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী পাঠানো হবে।
মন্তব্য করুন