রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে দুই দফা বন্ধ থাকার পর ফের ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ কালবেলাকে জানায়, শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলে বিকন বাতি ও মার্কিন পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে রাত ১টার দিকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। রোববার (২১ জানুয়ারি) সকাল ৬টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবার শুরু হয়। এরপর পুনরায় ঘন কুয়াশা পড়লে কিছুই দেখা না গেলে ফের ফেরি চলাচল সাময়িকভাবে সাড়ে ৭টা থেকে বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বেলা ১১টায় কুয়াশা কেটে গেলে পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের জটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন কালবেলাকে জানান, ঘন কুয়াশার কারণে দুই দফা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এ নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। এ ফেরিগুলো দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
মন্তব্য করুন