মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে পদ্মায় পণ্যবাহী ট্রাক নিয়ে ফেরিডুবির ঘটনার সপ্তম দিনের উদ্ধারকাজ চলছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে উদ্ধারকারী জাহাজ ‘রুস্তম’ ঘটনাস্থলে ডুবে যাওয়া আরেকটি ট্রাক উদ্ধার করে। এখন পর্যন্ত মোট ৭টি ট্রাক উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ এবং নৌ-পুলিশ বাহিনীর মোট ৩টি টিম উদ্ধারকাজ পরিচালনা করে।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম শাহ খালেদ নেওয়াজ কালবেলাকে জানান, সোমবার (২২ জানুয়ারি) দুটি ট্রাক উদ্ধার করা হয়েছে। আজ আরেকটি উদ্ধার করা হয়েছে। পর্যায়ক্রমে সব ট্রাক উদ্ধার করা হবে। মোট ৭টি ট্রাক উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আ. হামিদ মিয়া কালবেলাকে জানান, ৯টি ট্রাকের মধ্যে এখন পর্যন্ত ৭টি ট্রাক উদ্ধার করা হয়েছে। আমাদের উদ্ধারকাজ চলমান।
উল্লেখ্য, ৯টি ট্রাকসহ রজনীগন্ধা নামের একটি ফেরি পাটুরিয়াগামী ঘাটের কাছে পদ্মায় ডুবে যায়। ফেরিতে থাকা সবাইকে জীবিত উদ্ধার করা হলেও সোমবার ফেরির সহকারী মাস্টার হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করা হয়।
মন্তব্য করুন