নওগাঁর বদলগাছীতে লাইসেন্স না নিয়ে খাদ্যসামগ্রী উৎপাদন করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে দুটি বেকারিকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মণ্ডল।
তৃপ্তি কণা মণ্ডল বলেন, মিঠাপুর ইউনিয়নের খাদাইল গ্রাম এবং কোলা ইউনিয়নে কোলা পূর্বপাড়া গ্রামে মা গোল্ড ফিড এবং রিভা বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান দুটিতে লাইসেন্স না থাকা সত্ত্বেও মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন ২০১৮-তে যথাক্রমে মা গোল্ড ফিডকে ৫০ হাজার এবং রিভা বেকারিকে ১৫ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় রাজশাহী বিএসটি আই-এর ফিল্ড অফিসার নাসির উদ্দীনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন