গাজীপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ব্রিজে একটি বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন গুরুতর আহত বলে জানা গেছে। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার কড্ডা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক বলে নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস কড্ডা ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় চালক ও হেলপার বাসের ভেতর থেকে তুরাগ নদে পড়ে যান। এতে বাসের যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বাসন থানার ওসি মো. আবু সিদ্দিক জানান, এ ঘটনায় ১০-১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে বাস চালক ও হেলপারের অবস্থা গুরুতর। দুর্ঘটনাকবলিত বাসটি ব্রিজ থেকে সরানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন