সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাবজ্জীবন কারাদণ্ড হলো এক মাদক বিক্রেতার। ২৯ গ্রাম হেরোইন বহন করার দায়ে মো. লাল মিয়া (৪৫) নামের এক মাদক বিক্রেতাকে এ দণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সাথে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত লাল মিয়া উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া দক্ষিণপাড়া গ্রামের বাচ্চু মেম্বারের ছেলে।
ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জেবু নেছা (জেবা রহমান) এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৩ মে সকাল সাড়ে ১১টার দিকে উল্লাপাড়া দক্ষিণপাড়া এলাকার নিজ বাড়ির পাশে হেরোইন বিক্রির সময় মো. লাল মিয়াকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে ২৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় উল্লাপাড়া থানার এসআই আব্দুস ছালাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।
মন্তব্য করুন