ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজের ভবনের বিভিন্ন স্থান থেকে পলেস্তারা খসে পড়ছে। কোথাও কোথাও বের হয়ে গেছে বিমের রড। এই ভয়াবহ অবস্থার মধ্যেই শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছেন।
সরেজমিনে দেখা যায়, কলেজে একটি তিনতলা ও একটি দোতলা ভবন রয়েছে। তিনতলাটি বিজ্ঞান ভবন এবং দোতলা ভবনটি মানবিক ভবন হিসেবে ব্যবহার করা হয়। বিজ্ঞান ভবনটির অবস্থা নাজুক। এই ভবনের পশ্চিম দিকের শ্রেণিকক্ষের বিমের ঢালাইকৃত বেশকিছু অংশ ভেঙে রড বের হয়ে গেছে। এ ছাড়া বিভিন্ন স্থানে ফাটলও রয়েছে। ভবনটি উত্তর দিকে কিছুটা হেলে পড়েছে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল।
কলেজ সূত্রে জানা গেছে, ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় ২০২২ সালের ১৮ জানুয়ারি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় শিক্ষা কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে।
কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র জাবেদ হাসান (১৭) জানায়, এ কলেজে ক্লাস করতে এসে নিজেদের খুব অসহায় মনে হয়। শ্রেণিকক্ষে পাঠদানের সময় মনে হয় এই বুঝি ছাদ ভেঙে পড়ল।
কলেজের ভবনগুলো সংস্কারের বিষয়ে অধ্যক্ষ নিখিল রঞ্জন বিশ্বাস বলেন, আমি কলেজটিতে সম্প্রতি যোগ দিয়েছি। এসে দেখেছি অবকাঠামোগত সমস্যা, শিক্ষকদের পদ শূন্য ও ছাত্রাবাস নেই। আমার আগে যারা কলেজটিতে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন, তারা এসব সমস্যা ঊর্ধ্বতনদের কাছে লিখেছেন কিন্তু কাজ হয়নি।
মন্তব্য করুন