কৃষিজমি থেকে যারা বালি ও মাটি তুলে ফসলি জমি নষ্ট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (২৭ জানুয়ারি) শ্রীমঙ্গলে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সঙ্গে এক উঠান বৈঠকে এ হুঁশিয়ারি দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।
মন্ত্রী বলেন, কৃষকদের সঙ্গে উঠান বৈঠক করে স্থানীয় পর্যায়ে কী কী সমস্যা আছে, তা জেনে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য, এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না। আমরা সেটি অর্জন করে খাদ্য উৎপাদন বৃদ্ধি করব।
কৃষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা আরও বেশি করে ফসল ফলান। সরকার আপনাদের পাশে আছে। কৃষি মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তারা আপনাদের পাশে আছে। আপনাদের প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদান করা হবে। উৎপাদন আরও বাড়াতে পারলে কারও পেটে ক্ষুধা থাকবে না, খাদ্য আমদানি করতে হবে না, বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হবে না।
চাষযোগ্য পতিত জমিকে কীভাবে চাষের আওতায় আনা যাবে, কোন জমিতে কী ফসল ফলানো যাবে, সে বিষয়ে আগামী ৫০ দিনের মধ্যে কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য স্থানীয় কৃষি বিভাগকে নির্দেশ দেন মন্ত্রী।
তিনি বলেন, চাষযোগ্য জমি অনেক। এখন বোরোর মৌসুম, অথচ আমন ধান কাটার পর এখানে সব জমি পতিত পড়ে আছে। এসব জমিকে কীভাবে কাজে লাগানো যায়, সে উপায় খুঁজে বের করতে হবে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আবু তালেবের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামসুদ্দিন আহমদ, জেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিনসহ কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কয়েকশ কৃষক এবং দলীয় নেতাকর্মী।
মন্তব্য করুন