বরিশাল সদর উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া তরল জাতীয় দাহ্য পদার্থে ঝলসে গেছে ১৮ মাসের শিশু জান্নাতীসহ তার মা-বাবা।
শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে সদর উপজেলার চর নেহালগঞ্জ এলাকার রশিদ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার সময় ভুক্তভোগীরা বসতঘরের বিছানায় শুয়ে ছিলেন। এসময় জানালা দিয়ে দুর্বৃত্তরা তরল জাতীয় দাহ্য পদার্থ নিক্ষেপ করে। এতে আহত হন- রশিদ হাওলাদারের ছেলে দিনমজুর রিয়াজ হাওলাদার, রিয়াজের স্ত্রী খাদিজা বেগম ও ১৮ মাসের সন্তান জান্নাতী। আহতরা বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় শনিবার (২৭ জানুয়ারি) ভুক্তভোগী রিয়াজ হাওলাদারের বাবা রশিদ হাওলাদার ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেছেন। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি আবদুর রহমান মুকুল।
ওসি মুকুল বলেন, দুর্বৃত্তরা তরল জাতীয় দাহ্য পদার্থ নিক্ষেপ করে তিনজনকে আহত করেছে। ইতোমধ্যে অভিযুক্ত ফিরোজ, রিয়াদ, নাসিরসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, জমিজমাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীরা এ ঘটনা ঘটিয়েছে। তবে তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ বলতে পারব। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন