লক্ষ্মীপুরে একটি ডোবা থেকে অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ জানুয়ারি) রাতে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের বাঙ্গাখাঁ গ্রামের কাছিদবাড়ি ব্রিজ সংলগ্ন সওদাগর বাড়ির একটি পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই নারী ভিক্ষুক হতে পারে বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের। তার বয়স আনুমানিক ৫৫ বছর।
স্থানীয়রা জানায়, বিকেলে সওদাগর বাড়ির বাগানের ভেতরে থাকা পরিত্যক্ত পুকুরে অজ্ঞাত নারীর লাশ ভাসতে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
সদর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, ডোবা থেকে প্রায় ৫৫ বছর বয়সী এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহে কোনো দাগও পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাকে মান্দারী বাজারে ভিক্ষা করতে দেখেছে বলে জানিয়েছে।
মন্তব্য করুন