মানিকগঞ্জ  প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে নিপা ভাইরাসে দুজনের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ জেলায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে বাবুল মিয়া (৩৮) ও লুৎফর রহমান (২৭) নামে দুজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবুল মিয়া। লুৎফর রহমান গত ১৬ জানুয়ারি মারা যান। নিহত দুজনের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে।

এদের মধ্যে বাবুল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী। অপরজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পুটাইল ইউনিয়নের ইউপি সদস্য জসিম উদ্দিন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি বাবুল মিয়া গত ১৬ জানুয়ারি মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে ১৭ জানুয়ারি পর্যন্ত তিনি চিকিৎসাধীন ছিলেন। পরে নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারেন এমন লক্ষণ দেখা দেওয়ায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) থেকে টিম আসে এবং তার স্বাস্থ্য পরীক্ষা করে। পরে তাকে ১৮ জানুয়ারি ঢাকায় পপুলার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে আরও পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, তিনি নিপা ভাইরাসে আক্রান্ত। পর চিকিৎসাধীন অবস্থার শনিবার রাতে তার মৃত্যু হয়। তার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামে।

এ ছাড়া পুটাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন জানান, গত ১৬ জানুয়ারি নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ঘোস্তা গ্রামের সাবেক ইউপি সদস্য নকিমুদ্দিনের ছেলে লুৎফর রহমান মারা যান। খেজুরের কাঁচা রস খাওয়ার পর তার মাথাব্যথা ও জ্বর শুরু হয়। প্রথমে ঘোস্তা বাজারের স্থানীয় ডাক্তারের কাছ থেকে ওষুধ খেতে থাকেন। কিন্তু তাতে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে বাবুল মিয়া নামে এক ব্যক্তি ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তবে লুৎফরের মৃত্যুর বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত জকসুর ছাত্রদল সমর্থিত প্যানেলের

জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন

মুসাব্বিরের পরিবারের সঙ্গে কথা বলে সালাহউদ্দিন আহমদের বার্তা

ট্রাম্পকেও পতনের মুখে পড়তে হবে : হুঁশিয়ারি খামেনির

গুলির মুখে বুক পেতে দিচ্ছেন ইরানিরা, রক্তে লাল রাজপথ

সীমান্ত থেকে নয় রাউন্ড গুলিসহ দুই শুটারগান জব্দ

খালেদা জিয়ার ত্যাগের প্রতিদান হবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা : ইশরাক

হাদিসহ সারা দেশে সংঘটিত টার্গেট কিলিংয়ের প্রতিবাদে মানববন্ধন

রমেক হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ নারীর মৃত্যু

গণভোটে ‘হ্যাঁ’ এবং জাতীয় নির্বাচনে ১১ দল বিজয়ী হবে : রাশেদ প্রধান

১০

তামিমকে নিয়ে বিসিবি কর্মকর্তার মন্তব্যে ক্রিকেটাঙ্গনে তীব্র ক্ষোভ

১১

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

১২

তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

আকিজ বশির কেবলস্-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৪

শনিবার যেসব জেলায় দীর্ঘ সময় থাকবে না বিদ্যুৎ

১৫

মুসাব্বির হত্যাকাণ্ডের নতুন সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে

১৬

সফলতার নেপথ্যে : উচ্চ-দক্ষতাসম্পন্ন মানুষের ১০টি মূলমন্ত্র

১৭

তামিমকে লক্ষ্য করে বিসিবির সেই পরিচালকের নতুন পোস্ট

১৮

ভেনেজুয়েলায় তেল ছাড়াও রয়েছে বিপুল স্বর্ণ ও খনিজ ভাণ্ডার

১৯

ভিন্নরূপে শহিদ কাপুর

২০
X