মানিকগঞ্জ  প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে নিপা ভাইরাসে দুজনের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ জেলায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে বাবুল মিয়া (৩৮) ও লুৎফর রহমান (২৭) নামে দুজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবুল মিয়া। লুৎফর রহমান গত ১৬ জানুয়ারি মারা যান। নিহত দুজনের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে।

এদের মধ্যে বাবুল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী। অপরজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পুটাইল ইউনিয়নের ইউপি সদস্য জসিম উদ্দিন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি বাবুল মিয়া গত ১৬ জানুয়ারি মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে ১৭ জানুয়ারি পর্যন্ত তিনি চিকিৎসাধীন ছিলেন। পরে নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারেন এমন লক্ষণ দেখা দেওয়ায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) থেকে টিম আসে এবং তার স্বাস্থ্য পরীক্ষা করে। পরে তাকে ১৮ জানুয়ারি ঢাকায় পপুলার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে আরও পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, তিনি নিপা ভাইরাসে আক্রান্ত। পর চিকিৎসাধীন অবস্থার শনিবার রাতে তার মৃত্যু হয়। তার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামে।

এ ছাড়া পুটাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন জানান, গত ১৬ জানুয়ারি নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ঘোস্তা গ্রামের সাবেক ইউপি সদস্য নকিমুদ্দিনের ছেলে লুৎফর রহমান মারা যান। খেজুরের কাঁচা রস খাওয়ার পর তার মাথাব্যথা ও জ্বর শুরু হয়। প্রথমে ঘোস্তা বাজারের স্থানীয় ডাক্তারের কাছ থেকে ওষুধ খেতে থাকেন। কিন্তু তাতে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে বাবুল মিয়া নামে এক ব্যক্তি ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তবে লুৎফরের মৃত্যুর বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার পদে নিয়োগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ

রামপুরায় ২৮ হত্যা / বিজিবির রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সপ্তাহে দুদিন ছুটিসহ বসুন্ধরা গ্রুপে চাকরির সুযোগ

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৮ বছরেও হয়নি ভাঙা সেতু সংস্কার, পারাপারে ভরসা ‘ড্রামের ভেলা’ 

গাজার পথে আটক শহিদুল আলম / সরকারের উদ্দেশে মির্জা ফখরুলের আহ্বান

ভারত থেকে ভেসে আসা গুঁড়ি বিক্রি হচ্ছে ‘চন্দন কাঠ’ নামে

তীব্র যানজট, মোটরসাইকেলে গন্তব্যে গেলেন সড়ক উপদেষ্টা

টাইফয়েড টিকা নিয়ে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশের দুজন

১০

অচল দৌলতপুর প্রাণিসম্পদ অফিস, ভোগান্তিতে হাজারো খামারি

১১

চালকের গলা কেটে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই

১২

সঙ্গীর কথা বলা বন্ধ করে দেওয়া শুধু অভিমান নয়, হতে পারে মানসিক নির্যাতন

১৩

গুমের বিচারের মুখোমুখি শেখ হাসিনাসহ ৩০ জন

১৪

মাছ ধরতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

১৫

রান্নায় হলুদ বেশি পড়ে গেছে? যা করণীয়

১৬

হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার মেনন-আতিক-পলক

১৭

জুবিনের মৃত্যুর ঘটনায় নতুন মোড়, এবার গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা

১৮

বাসচাপায় শিক্ষক নিহত, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

১৯

যুব আন্দোলন নেতা আমির হামজার ওপর হামলার অভিযোগ 

২০
X