ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৮:১৪ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

কৃষক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষক রহিজ মিয়া হত্যা মামলায় আদালত চত্বরে দণ্ডপ্রাপ্তারা। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষক রহিজ মিয়া হত্যা মামলায় আদালত চত্বরে দণ্ডপ্রাপ্তারা। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষক রহিজ মিয়া হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আয়েশা আক্তার সুমি এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. জজ মিয়া উপজেলার নিমবাড়ি গ্রামের জমসিদ মিয়ার ছেলে। এ ছাড়াও তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তবে সে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এ ছাড়াও জমসিদ মিয়ার ছেলে ইয়াছিন মিয়া, খোকন মিয়া, মনির মিয়া, পারভেজ মিয়া এবং রহিম বাদশার ছেলে আওয়াল মিয়া ও আশরাফুল মিয়াকে এক বছর থেকে ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে এ মামলায় আরও ৯ জন আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, কসবা উপজেলার নিমবাড়ি গ্রামে পাণ্ডব ও কাবলি গোষ্ঠীর লোকজনের মধ্যে মামলা মোকাদ্দমাসহ বিভিন্ন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০১৭ সালে ১০ এপ্রিল সকালে রহিজ মিয়া, নাবালক সরদার ও ফরিদ মিয়া বাদৈর বাজার থেকে বাড়িতে ফেরার পথে কাবলি গোষ্ঠীর লোকজন হামলা করেন। এ সময় রহিজ মিয়াসহ তার সঙ্গে থাকা দুজনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রহিজ মিয়া মারা যান। এ ঘটনায় রহিজ মিয়ার স্ত্রী নার্গিছ বেগম কসবা থানায় ১৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরীফ হোসেন জানান, আদালতের রায়ে আমরা শ্রদ্ধাশীল। তবে এ রায়ে আমরা আংশিক সন্তুষ্ট। কিছু বিষয়ে অসন্তুষ্টি আছে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও ৯ জনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। আমরা এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করব।

নিহত রহিজ মিয়ার স্ত্রী নার্গিছ বেগম বলেন, আসামিরা সবাই মিলে আমার স্বামীকে হত্যা করেছে। অথচ একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমি এ রায়ে সন্তুষ্ট হতে পারিনি। আমি এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট বিমানবন্দরে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু, থানায় মামলা

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

আগে টাইফয়েড টিকা গ্রহণকারীরা কি আবার নিতে পারবে?

বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নামছেন সাবেক মেয়র আরিফ

পরাজয়ে কার্যত শেষ বাংলাদেশের এশিয়ান কাপ আশা

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরে কারাদণ্ড

ইরানি ক্ষেপণাস্ত্র পাল্লা থেকে ‘সব সীমা’ তুলে নিলেন খামেনি!

ইমো হ্যাকিং চক্রের ১২ সদস্য আটক

ঢাকা-১৮ আসনে বিএনপি নেতা মোস্তফা জামানের উঠান বৈঠক

শতাধিক সনাতনী যোগ দিলেন বিএনপিতে

১০

উপদেষ্টা পরিষদে ১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন

১১

আলোচিত শুটার লালন গ্রেপ্তার

১২

ঢাকা-১৮ আসনের উন্নয়নে কাজ করতে চান কফিল উদ্দিন

১৩

‘গাজায় স্থায়ী স্বস্তি ফিরে আসুক’

১৪

ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল হচ্ছে, আসামিরা পাচ্ছেন দায়মুক্তি

১৫

তারেক রহমানের নেতৃত্বে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে : তানভীর

১৬

তাইওয়ানে হামলার প্রস্তুতি নিচ্ছে চীন!

১৭

হাজারো বন্দিকে মুক্তি দিলেও এক ফিলিস্তিনিকে ছাড়তে নারাজ ইসরায়েল

১৮

যোগ করা সময়ে গোল খেয়ে লিড হারাল বাংলাদেশ

১৯

বাংলাদেশকে বড় ‘সুখবর’ দিল যুক্তরাজ্য

২০
X