শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

ইটভাটার পেটে পাকা সড়ক

বালিয়াকান্দির দুবলাবাড়ীয়া এলাকায় ইটভাটার মাটি নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় ট্রাক। ছবি : কালবেলা
বালিয়াকান্দির দুবলাবাড়ীয়া এলাকায় ইটভাটার মাটি নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় ট্রাক। ছবি : কালবেলা

সামান্য বৃষ্টিতেই বালিয়াকান্দির পাকা সড়কগুলো দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে মাটি নেওয়ার ফলে সড়কে মাটি পড়ে মৃত্যু ফাঁদে পরিণত হচ্ছে। এতে মোটরসাইকেল, ট্রাকসহ বিভিন্ন গাড়ির চালকরা যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমন রয়েছে তাদের জীবনের ঝুঁকি। দিনের পর দিন এভাবে দুর্ভোগের শিকার হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপই দেখা যাচ্ছে না।

বুধবার (৩১ জানুয়ারি) সকালে বৃষ্টি হওয়ায় কর্দমাক্তে রাস্তা পিচ্ছিল হয়ে যান চলাচল অনুপযোগী হয়ে পড়ে। ফলে চলমান গাড়িগুলো নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে বালিয়াকান্দি-নারুয়া, বালিয়াকান্দি-সোনাপুর, বালিয়াকান্দি-রাজবাড়ী, বালিয়াকান্দি-জামালপুর ও বালিয়াকান্দি-মধুখালীর পিচ ঢালাই সড়কগুলো।

বালিয়াকান্দি-সোনাপুর সড়কের এক কিলোমিটার এগিয়ে দেখা যায়, পিচ ঢালাই সড়ক কাঁদায় ঢেকে গেছে। গাড়ি চলাচলের সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার উপক্রম। দুবলাবাড়ী মোড় এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে রয়েছে।

স্থানীয়রা বলছেন, ট্রাকে করে ইটভাটায় মাটি নেওয়ার সময় সড়কে পড়ে সামান্য বৃষ্টিতেই চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এদিন সকাল থেকে এ পর্যন্ত ট্রাকসহ অন্তত ২০টি গাড়ি দুঘর্টনার শিকার হয়েছে। আমরা এর প্রতিকার দাবি করছি।

দুর্ঘটনার শিকার মরাবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম বলেন, ইটভাটার মাটি সড়কে পড়ার কারণে আমি মোটরসাইকেল দুঘর্টনার শিকার হয়েছি। এতে আমার প্রায় ২৫ হাজার টাকা খরচ হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। এখনো কোনো সুরাহা হয়নি। শুধু আমিই না, আমার মতো অন্তত ২০-২৫টি গাড়ি দুঘর্টনার শিকার হয়।

দুঘর্টনার শিকার ট্রাক মালিক মোস্তফা বলেন, পঞ্চগড় থেকে বালি নিয়ে বোয়ালমারী যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় ট্রাক। বালিয়াকান্দির দুবলাবাড়ীয়া এলাকায় ইটভাটার মাটি টানায় রাস্তায় গতরাতের বৃষ্টিতে কাদা হয়েছে। এতে ভোর ৫টার দিকে ড্রাইভার নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তায় পাশে উল্টে যায়। এতে ট্রাকের ড্রাইভার মামুন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি উল্টে গেলেও এখন পর্যন্ত ভাটার মালিক এখানে আসেন নাই।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, ইটভাটার মাটি পড়ে সড়কে চলাচলের অনুপযোগী হওয়ার বিষয়টি নজরে এসেছে। আজকেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে কবীর ভূঁইয়ার গণসংযোগ

ঢাকা কলেজে উত্তেজনা

প্রস্রাবের কথা বলে পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন আসামি

জনগণের দোয়া ও সমর্থন চাইলেন রবিউল

ব্র্যাক ইপিএল কর্পোরেট ক্রিকেটে সেনাবাহিনী ও ঢাকা ব্যাংকের জয়

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

‘বিশ্ব প্রস্থোডন্টিস্ট দিবস’ উদযাপিত / মুখ ও দাঁতের মানসম্মত চিকিৎসার ওপর গুরুত্বারোপ

আরেক সাফ মুকুটের দুয়ারে ‘ব্রাত্য’ সাবিনারা

বিএনপির নির্বাচনী পথসভায় দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

উত্তরবঙ্গকে বাণিজ্যিক রাজধানী করা হবে : জামায়াত আমির

১০

আসর সেরা হয়েও ক্ষমা চাইলেন শরিফুল

১১

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপ, ছুড়ল নোংরা পানি

১২

দেশের উন্নয়নে বধিরসহ সবাইকে সম্পৃক্ত করতে হবে : অপর্ণা রায়

১৩

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জিয়া পরিষদের দোয়া মাহফিল

১৪

আনুষ্ঠানিকভাবে নুরুদ্দিন অপুর নির্বাচনী প্রচার শুরু   ‎

১৫

বিভিন্ন স্থানে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জামায়াতের

১৬

শিল্পকলায় মাসব্যাপী যাত্রাপালার সমাপনীতে মঞ্চস্থ হলো ‘জেনারেল ওসমানী’

১৭

৬ লাখ টাকা ব্যয়ে ভাসমান সেতু বানিয়ে প্রশংসায় ভাসছে যুবদল

১৮

পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণসমাজ বিপথগামী হচ্ছে : মির্জা আব্বাস

১৯

বইয়ের পাতার গণ্ডি পেরিয়ে মহাকাশে বাংলাদেশের শিশুরা!

২০
X