সামান্য বৃষ্টিতেই বালিয়াকান্দির পাকা সড়কগুলো দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে মাটি নেওয়ার ফলে সড়কে মাটি পড়ে মৃত্যু ফাঁদে পরিণত হচ্ছে। এতে মোটরসাইকেল, ট্রাকসহ বিভিন্ন গাড়ির চালকরা যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমন রয়েছে তাদের জীবনের ঝুঁকি। দিনের পর দিন এভাবে দুর্ভোগের শিকার হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপই দেখা যাচ্ছে না।
বুধবার (৩১ জানুয়ারি) সকালে বৃষ্টি হওয়ায় কর্দমাক্তে রাস্তা পিচ্ছিল হয়ে যান চলাচল অনুপযোগী হয়ে পড়ে। ফলে চলমান গাড়িগুলো নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে বালিয়াকান্দি-নারুয়া, বালিয়াকান্দি-সোনাপুর, বালিয়াকান্দি-রাজবাড়ী, বালিয়াকান্দি-জামালপুর ও বালিয়াকান্দি-মধুখালীর পিচ ঢালাই সড়কগুলো।
বালিয়াকান্দি-সোনাপুর সড়কের এক কিলোমিটার এগিয়ে দেখা যায়, পিচ ঢালাই সড়ক কাঁদায় ঢেকে গেছে। গাড়ি চলাচলের সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার উপক্রম। দুবলাবাড়ী মোড় এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে রয়েছে।
স্থানীয়রা বলছেন, ট্রাকে করে ইটভাটায় মাটি নেওয়ার সময় সড়কে পড়ে সামান্য বৃষ্টিতেই চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এদিন সকাল থেকে এ পর্যন্ত ট্রাকসহ অন্তত ২০টি গাড়ি দুঘর্টনার শিকার হয়েছে। আমরা এর প্রতিকার দাবি করছি।
দুর্ঘটনার শিকার মরাবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম বলেন, ইটভাটার মাটি সড়কে পড়ার কারণে আমি মোটরসাইকেল দুঘর্টনার শিকার হয়েছি। এতে আমার প্রায় ২৫ হাজার টাকা খরচ হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। এখনো কোনো সুরাহা হয়নি। শুধু আমিই না, আমার মতো অন্তত ২০-২৫টি গাড়ি দুঘর্টনার শিকার হয়।
দুঘর্টনার শিকার ট্রাক মালিক মোস্তফা বলেন, পঞ্চগড় থেকে বালি নিয়ে বোয়ালমারী যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় ট্রাক। বালিয়াকান্দির দুবলাবাড়ীয়া এলাকায় ইটভাটার মাটি টানায় রাস্তায় গতরাতের বৃষ্টিতে কাদা হয়েছে। এতে ভোর ৫টার দিকে ড্রাইভার নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তায় পাশে উল্টে যায়। এতে ট্রাকের ড্রাইভার মামুন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি উল্টে গেলেও এখন পর্যন্ত ভাটার মালিক এখানে আসেন নাই।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, ইটভাটার মাটি পড়ে সড়কে চলাচলের অনুপযোগী হওয়ার বিষয়টি নজরে এসেছে। আজকেই ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন