বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

ইটভাটার পেটে পাকা সড়ক

বালিয়াকান্দির দুবলাবাড়ীয়া এলাকায় ইটভাটার মাটি নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় ট্রাক। ছবি : কালবেলা
বালিয়াকান্দির দুবলাবাড়ীয়া এলাকায় ইটভাটার মাটি নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় ট্রাক। ছবি : কালবেলা

সামান্য বৃষ্টিতেই বালিয়াকান্দির পাকা সড়কগুলো দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে মাটি নেওয়ার ফলে সড়কে মাটি পড়ে মৃত্যু ফাঁদে পরিণত হচ্ছে। এতে মোটরসাইকেল, ট্রাকসহ বিভিন্ন গাড়ির চালকরা যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমন রয়েছে তাদের জীবনের ঝুঁকি। দিনের পর দিন এভাবে দুর্ভোগের শিকার হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপই দেখা যাচ্ছে না।

বুধবার (৩১ জানুয়ারি) সকালে বৃষ্টি হওয়ায় কর্দমাক্তে রাস্তা পিচ্ছিল হয়ে যান চলাচল অনুপযোগী হয়ে পড়ে। ফলে চলমান গাড়িগুলো নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে বালিয়াকান্দি-নারুয়া, বালিয়াকান্দি-সোনাপুর, বালিয়াকান্দি-রাজবাড়ী, বালিয়াকান্দি-জামালপুর ও বালিয়াকান্দি-মধুখালীর পিচ ঢালাই সড়কগুলো।

বালিয়াকান্দি-সোনাপুর সড়কের এক কিলোমিটার এগিয়ে দেখা যায়, পিচ ঢালাই সড়ক কাঁদায় ঢেকে গেছে। গাড়ি চলাচলের সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার উপক্রম। দুবলাবাড়ী মোড় এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে রয়েছে।

স্থানীয়রা বলছেন, ট্রাকে করে ইটভাটায় মাটি নেওয়ার সময় সড়কে পড়ে সামান্য বৃষ্টিতেই চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এদিন সকাল থেকে এ পর্যন্ত ট্রাকসহ অন্তত ২০টি গাড়ি দুঘর্টনার শিকার হয়েছে। আমরা এর প্রতিকার দাবি করছি।

দুর্ঘটনার শিকার মরাবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম বলেন, ইটভাটার মাটি সড়কে পড়ার কারণে আমি মোটরসাইকেল দুঘর্টনার শিকার হয়েছি। এতে আমার প্রায় ২৫ হাজার টাকা খরচ হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। এখনো কোনো সুরাহা হয়নি। শুধু আমিই না, আমার মতো অন্তত ২০-২৫টি গাড়ি দুঘর্টনার শিকার হয়।

দুঘর্টনার শিকার ট্রাক মালিক মোস্তফা বলেন, পঞ্চগড় থেকে বালি নিয়ে বোয়ালমারী যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় ট্রাক। বালিয়াকান্দির দুবলাবাড়ীয়া এলাকায় ইটভাটার মাটি টানায় রাস্তায় গতরাতের বৃষ্টিতে কাদা হয়েছে। এতে ভোর ৫টার দিকে ড্রাইভার নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তায় পাশে উল্টে যায়। এতে ট্রাকের ড্রাইভার মামুন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি উল্টে গেলেও এখন পর্যন্ত ভাটার মালিক এখানে আসেন নাই।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, ইটভাটার মাটি পড়ে সড়কে চলাচলের অনুপযোগী হওয়ার বিষয়টি নজরে এসেছে। আজকেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১০

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

১১

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

১২

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

১৩

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

১৪

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

১৫

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

১৬

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

১৭

রওনা দিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ, পাল্টা প্রস্তুতি ভেনেজুয়েলার

১৮

দেশে হবে আরও ৫১৬ কমিউনিটি ক্লিনিক

১৯

ফেসবুকে আমেরিকার বিরুদ্ধে কিছু বললেই পাবেন না ভিসা

২০
X