কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪০ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

পীরের আদেশে নিজের কবরস্থান বানিয়ে বাস করছেন তিনি

নিজের বানানো কবস্থানের সামনে দয়াল ফকির। ছবি : কালবেলা
নিজের বানানো কবস্থানের সামনে দয়াল ফকির। ছবি : কালবেলা

নিজের কবরস্থান বানিয়ে বসবাস শুরু করেছেন ৯০ বছর বয়সী এক বৃদ্ধ। বলছেন, পীরের আদেশে তিনি এ কাজ করেছেন। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামে। বৃদ্ধের নাম মোহাম্মদ আলী।

জানা যায়, কৃষক মোহাম্মদ আলী (৯০) মৃত্যুর আগে নিজেই নিজের কবরস্থানে ঘর বানিয়ে বসবাস করছেন। তার ইচ্ছা মৃত্যুর পর এখানেই যেন তাকে দাফন করা হয়। মোহাম্মদ আলী এলাকায় দয়াল ফকির নামেও পরিচিত।

১১ ফুট লম্বা ও ৮ ফুট প্রস্থ ছাদের এই ঘরটি তৈরি করতে দুই বছর সময় লেগেছে। খরচ হয়েছে প্রায় চার লাখ টাকা। ঘরের ভেতরে বাইরে লাগানো হয়েছে রঙিন বাতি। মোহাম্মদ আলীর পরিবারের সদস্যরা বলছেন, ঘরটি নির্মাণের পর খালি পড়েছিল। পীরের মুরিদ হওয়ায় দুই বছর যাবত এই স্থানটিতে ওরসের আয়োজন করা হয়। গত চার দিন ধরে এখানে খাট ফেলে বসবাস করছেন তিনি।

মোহাম্মদ আলীর স্ত্রী রাশিদা বেগম বলেন, চার দিন ধরে এই ঘরেই বসবাস করছেন তার স্বামী মোহাম্মদ আলী। খাবারের সময় শুধু বাসায় গিয়ে খাওয়া দাওয়া করেন। বাকি সময় এই ঘরেই থাকেন তিনি। তিনি তার দ্বিতীয় স্ত্রী। তাদের পরিবারে মোট ১১ জন সন্তান রয়েছে। পরিবারের সকল সদস্য বিষয়টি মেনে নিতে না পারলেও তার স্বামী একক ইচ্ছায় এখানে বসবাস করছেন। দুই বছর ধরে এখানে ওরসের আয়োজন করা হয়। তার ইচ্ছা মৃত্যুর পর যেন তাকে এই ঘরের ভেতর দাফন করা হয়।

মোহাম্মদ আলী বলেন, আসমাঈল শেখের ছেলে মোহাম্মদ আলী প্রায় ৭০ বছর আগে গাজীপুর জেলার কালীয়াকৈর উপজেলার চানপুরের পীর আব্দুস সামাদ চানপুরির কাছে ধর্মীয় শিক্ষা নিয়েছিলেন। এরপর থেকে পীর চানপুরির নির্দেশনায় জীবন পরিচালনা করছেন। মৃত্যুর পর যেন তাকে এখানে সমাহিত করা হয়। ২০১৯ সালে এই ঘরের কাজ শুরু হয় দুই বছর সময় লাগে ঘরটি নির্মাণে। এই ঘরটি তার মাজার। পীরের আদেশেই তিনি কবরস্থানের জায়গা নির্ধারণ ও ঘর বানিয়ে বসবাস করছেন।

কিশোরগঞ্জের জামিয়া নূরানী মাদ্রাসার পরিচালক মুফতি মোহাম্মদ আবুল বাশার বলেন, ইসলাম ধর্মের মতে কবরস্থান নির্ধারণ করে সেখানে বসবাসের কোনো নিয়ম নেই। যদি কোনো ব্যক্তি এমনটা করে থাকে তাহলে অবশ্যই সে ব্যক্তির উদ্দেশ্য ভন্ডামি ছাড়া আর কিছু নয়। মানুষ কোন জায়গায় মৃত্যুবরণ করবেন সেটা একমাত্র আল্লাহ জানেন। সুতরাং পূর্ব থেকে কোনো ব্যক্তি কবরের জায়গা নির্ধারণ করে সেখানে বসবাস করা শরিয়তের দৃষ্টিতে জায়েজ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারখানায় কাজ বন্ধ, মহাসড়কে কর্মকর্তা ও কর্মচারীদের বিক্ষোভ

বিশ্বকাপের ম্যাচেও হাত মেলাননি ভারত ও পাকিস্তান অধিনায়ক

আ.লীগের সাবেক এমপি মোজাম্মেল হক গ্রেপ্তার

স্ত্রীকে হত্যা করে লাশ গুম, স্বামীর মৃত্যুদণ্ড

এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিল অর্থ মন্ত্রণালয়

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

‘ধর্ম অবমাননা’ : সেই অপূর্ব পালকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ

বিসিবি নির্বাচন পেছানোসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে চিঠি

রাতে খাওয়া বন্ধ করলে কি ওজন কমে? যা বলছেন পুষ্টিবিদ

ইন্টার ইউনিভার্সিটি বডিবিল্ডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

আশিয়ান সিটিতে ৬ দিনব্যাপী ‘শরৎ উৎসব’

১১

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়

১২

১৩ সেকেন্ডেই লন্ডভন্ড পাঁচ গ্রাম

১৩

বিজয়ের কারণেই কি ভেঙেছিল রাশমিকা-রক্ষিতের বিয়ে?

১৪

শেষ টি-টোয়েন্টিতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

১৫

নিখোঁজ মাদ্রাসাছাত্র হামদুল্লাহ রাইয়ানের সন্ধান চায় পরিবার

১৬

বিস্ফোরক আইনের মামলায় মির্জা ফখরুলসহ ২২ জনকে অব্যাহতি

১৭

প্রতিপক্ষের হামলায় আহত বিএনপি কর্মীর পাশে পারভেজ মল্লিক

১৮

স্বতন্ত্র বেতন স্কেলসহ ১২ দাবি ইউট্যাবের

১৯

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি

২০
X