রংপুরের পীরগাছায় রাতের আঁধারে গাছ বাগানের বিভিন্ন প্রজাতির ৬৫টি গাছ কেটে ফেলা হয়েছে। জমির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী পরিমল চন্দ্র এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করছেন বাগান মালিক দুলাল ঠাকুর। এ বিষয়ে রোববার (৪ জানুয়ারি) পীরগাছা থানায় অভিযোগ করেছেন দুলাল ঠাকুর।
অভিযোগে জানা যায়, উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্বদেবু গ্রামের মৃত প্রফুল্য ভট্টাচার্য্যর ছেলে শংকর দুলাল ভট্টাচার্য্য ওরফে দুলাল ঠাকুর সম্প্রতি তার নিজস্ব মালিকানাধীন জমি পরিমাপ করে সীমানা পিলার স্থাপন করেন। এতে ক্ষিপ্ত হয়ে তার প্রতিবেশী মৃত বিনোদ চন্দ্র রায়ের ছেলে পরিমল চন্দ্র রায় ওই সীমানা পিলার তুলে পুকুরে ফেলে দেন। পরে আবারও দুলাল ঠাকুর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে জমি পরিমাপ করে পুনরায় সীমানা পিলার স্থাপন করেন। এ ঘটনার জের ধরে পরিমল চন্দ্র রায় গত শনিবার রাতে দুলাল ঠাকুরের একটি লিচু ও তেজপাতা বাগানের ৬৫টি গাছ কেটে ফেলেন এবং জমির কোনায় থাকা একটি শ্যালো মেশিন ঘর থেকে একটি পুরোনো শ্যালো মেশিন এবং ৫ হর্সের একটি মোটর চুরি করে নিয়ে যান। এতে করে দুলাল ঠাকুরের প্রায় ৩ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
দুলাল ঠাকুর বলেন, জমি পরিমাপ করে আমি সীমানা পিলার দিয়েছি। এতে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু সেই পিলার তুলে ফেলে পরিমল চন্দ্র রায় আবার আমার গাছের সঙ্গে শত্রুতা করেছে। আমার ৬৫টি উঠতি ছোট-বড় গাছ কেটেছে। শ্যালো মেশিন ও মোটর চুরি করে নিয়ে গেছে। যা অনেকে দেখেছেন বলে তিনি দাবি করেন।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত পরিমল চন্দ্রের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। এ সময় তার স্ত্রী নয়নী রাণী বলেন, আমার স্বামী গতকাল (শনিবার) অসুস্থ ছিল। সে এ কাজ করতে পারে না। তাদের অভিযোগ মিথ্যা।
এ বিষয়ে পীরগাছা থানার ডিউটি অফিসার হামিদার রহমান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দেখা হবে।
মন্তব্য করুন