মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৫ বছরের শিশু নুসরাত জাহানের। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় উপজেলার ভবেরচর-রসুলপুর সড়কের রিগাল ফার্নিচার শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় শিশুর মা নাসরিন বেগম আহত হন।
নিহত নুসরাত জাহান (০৫) ভবেরচর ইউনিয়নের লহ্মীপুর গ্রামের হাসান সরকারের মেয়ে।
স্থানীয় ও ভিডিও ফুটেজ সূত্রে জানা যায়, শিশু ও শিশুটির মা রাস্তা পারাপার হচ্ছিল। পরে শিশুটি তার মায়ের হাত ছেড়ে দৌড়ে রাস্তা পার হতে যায়। এর মধ্যে দ্রুত গতিতে যাত্রীবাহী একটি অটোরিকশার ধাক্কায় শিশুটি নিচে পড়ে যায়। পেছনে থাকা অপর একটি অটোরিকশা শিশুটির মাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহগের স্বজন সূত্রে জানা যায়, বাড়ি থেকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয় মা ও মেয়ে।
স্থানীয়রা জানান, প্রায়ই এ আঞ্চলিক মহাসড়কে অদক্ষ চালকের কারণে এমন দুর্ঘটনা ঘটছে। এতে দুর্ঘটনায় শিকার হয়ে প্রাণহানী ও পঙ্গুত্ববরণ করছে অনেকে। এক্ষেত্রে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন স্থানীয় সচেতন মহল।
বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল কোর্ট পরিচালনা করে অটো মিশুকচালকদের আইনি প্রক্রিয়ায় আনা হবে।
মন্তব্য করুন