মায়ের সঙ্গে রাস্তা পার হচ্ছিল ১২ বছর বয়সী শিশু মাহমুদ। হঠাৎ একটি ট্রাক এসে পিষে দিয়ে যায় তাকে। অসহায় মা দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারলেন না।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের দক্ষিণ বন্দর এলাকায় সরকার পাম্পের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মা-ছেলে একসঙ্গে মহাসড়ক পার হচ্ছিলেন। মা পার হলেও ছেলে অপর পাশে থেকে যায়। এ সময় আতঙ্কিত হয়ে দৌড়ে পার হওয়ার চেষ্টা করলে অপর দিক থেকে আসা ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করে স্থানীয়রা। পরে সেটি ভাঙচুরের চেষ্টা করলে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের বাধা দেয়। তারা ট্রাক ও চালককে হেফাজতে নেয়।
পৌর কাউন্সিলর মতিয়ার রহমান জানান, নিহত শিশু মাহমুদ পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী গ্রামের রবিউল ইসলামের ছেলে।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, ট্রাক ও চালককে আটক করে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন