রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
ঘুষিতে আনসার সদস্য নিহত

পলিটেকনিকের সেই ছাত্র জেলহাজতে

আনসার-ভিডিপির সদস্য মাইনুল ইসলাম। ছবি : সংগৃহীত
আনসার-ভিডিপির সদস্য মাইনুল ইসলাম। ছবি : সংগৃহীত

রাজশাহীতে ঘুষি মেরে আনসার-ভিডিপির সদস্য মাইনুল ইসলামকে (৪৫) হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আটক পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে শুক্রবার সকালে নিহতের স্ত্রী আলম আরা বেগম বাদী হয়ে তিনজনের নামে রাজশাহী গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত মাইনুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর পালপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

তাকে ঘুষি মারার অভিযোগে ঘটনার পর পরই রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রকে আটক করা হয়েছিল। পরে আলম আরার দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ওই ছাত্র ১৭ বছর বয়সী। রংপুরের পীরগাছায় তার বাড়ি। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র সে। পুলিশ তার পরিচয় নিশ্চিত করেছে।

তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবদুর রশিদ মল্লিক। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে মাইনুলকে ঘুষি মারা হয়।

ঘটনার সময় ছিলেন আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) দেলোয়ার হোসেন। তিনি জানান, রাতে স্টেশনের প্লাটফর্মে ডিউটির সময় তাদের ইনচার্জ হিসেবে ছিলেন রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু শাহাদত। পিসি দেলোয়ার হোসেন ও এসআই আবু শাহাদত স্টেশনের ৪ ও ৫ নম্বর প্লাটফর্মে ছিলেন। এখানে কয়েকজন তরুণকে অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে দেখে এসআই শাহাদত তাদের চলে যেতে বলেন।

এ নিয়ে এসআইয়ের সঙ্গে তর্কে জড়ায় ওই তরুণরা। একপর্যায়ে তারা গালাগালও শুরু করে। তখন এসআই শাহাদাত এই বখাটেদের ধরার জন্য আনসার সদস্যদের নির্দেশ দেন। এরপর ওই তরুণরা স্টেশনের ৩ ও ৪ নম্বর প্লাটফর্ম দিয়ে পালানোর সময় আনসার সদস্যরা তাদের ধরতে যান। তখন আনসার সদস্য মাইনুল ইসলামের বুকে ঘুষি মারে পলিটেকনিকের ওই ছাত্র।

এতে মাইনুল ইসলাম পড়ে যান। আর অন্য আনসার সদস্যরা অভিযুক্তকে ধরে ফেলেন।

ঘটনার পর মাইনুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তার ইসিজি করা হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

এদিকে শুক্রবার দুপুরের পর রামেকের মর্গে ময়নাতদন্তের পর নিহতের মরদেহ স্বজনদের দেওয়া হয়।

এ সময় নিহত মাইনুল ইসলামের ভগ্নিপতি মো. আলাল বলেন, মাইনুলের দুটি ছেলে আছে। তারা পড়াশোনা করছে। তবে উপার্জন করার মতো তাদের আর কেউ নেই। তার সংসারটা ভেঙে গেল। যেহেতু তিনি কর্তব্যরত অবস্থায় খুন হয়েছেন, তাই বাহিনী কিংবা সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারটিকে সার্বিক সহযোগিতা করার জন্য দাবি জানান তিনি।

রাজশাহী জিআরপি থানা পুলিশের ওসি গোপাল কুমার কর্মকার বলেন, আনসার সদস্য নিহতের ঘটনায় জিআরপি থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে তাদেরও আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ, খেলা দেখবেন যেভাবে

নতুন ২ টিভির লাইসেন্স পেলেন যারা

দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরু, কর্মকর্তা নিয়োগ

সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে যা বললেন তারেক রহমান

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন তারেক রহমান

স্টার্ককে নিয়ে ভারত সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

অকাল বার্ধক্য ডেকে আনছে আপনার প্রতিদিনের যে ২ খাবার

প্রধানমন্ত্রীর সংসদ ও দলীয় নেতৃত্বের প্রশ্নে যা বললেন তারেক রহমান

পৌনে ৩ ঘণ্টা পর সিলেট থেকে ট্রেন চলাচল শুরু

দেশে ফিরে নির্বাচন নিয়ে যা বললেন জামায়াত নেতা তাহের

১০

সহকর্মীর গলায় ধারালো অস্ত্রের কোপ

১১

পুরোনো টুথব্রাশ ব্যবহার করলে হতে পারে যেসব ক্ষতি

১২

বরাদ্দের চাল ‘জোরপূর্বক’ নিয়ে গেল নারী ইউপি সদস্য

১৩

অন্তর্বর্তী সরকার সফল হোক : তারেক রহমান

১৪

বিশ্বকাপের ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

১৫

ভ্যানের ওপর গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন

১৬

সড়ক দুর্ঘটনার শিকার বিজয় দেবেরাকোন্ডা

১৭

‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে আমাদের কিছু করার নাই'

১৮

বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার

১৯

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেও থেমে নেই ইসরায়েলি হামলা

২০
X