বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তের ধানক্ষেত থেকে উদ্ধারকৃত অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করেছেন সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দলের সদস্যরা। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রামু সেনানিবাস থেকে আসা সেনা বোমা বিশেষজ্ঞ দল এই অবিস্ফোরিত বোমাটি ধ্বংস করে নোয়াপাড়া এলাকায়।
মিয়ানমার সীমান্তের তুমব্রু বাজারের পার্শ্ববর্তী রাস্তার কাছে আরও একটি অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে। শুক্রবার দুপুরে অবিস্ফোরিত বোমাটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয় পথচারীরা। উক্ত স্থানে জনসাধারণ ও যান চলাচল সীমিত করেছে বিজিবি সদস্যরা।
বর্তমানে সীমান্তের পরিস্থিতি শান্ত অবস্থায় রয়েছে। তবে মাঝেমধ্যে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে।
মন্তব্য করুন