বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সংরক্ষিত আসনে আ.লীগের মনোনয়ন চান সংগীত শিল্পী চৈতালী মুখার্জ্জী

সংগীত শিল্পী ও সমাজসেবিকা চৈতালী মুখার্জ্জী। ছবি : সংগৃহীত
সংগীত শিল্পী ও সমাজসেবিকা চৈতালী মুখার্জ্জী। ছবি : সংগৃহীত

সারা দেশের সংরক্ষিত আসনে আ.লীগের মনোনয়ন চান ১৫৪৯ জন প্রার্থী। সাতক্ষীরা থেকে জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনে আ.লীগের মনোনয়ন চান দুই বাংলার স্বনামধন্য সংগীত শিল্পী ও সমাজসেবিকা চৈতালী মুখার্জ্জী। তিনি ছাড়াও সংরক্ষিত নারী আসনে সাতক্ষীরার থেকে ১৭ জন প্রার্থী আ.লীগের মনোনয়ন চান।

জন্মসূত্রে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত এই গুণী শিল্পী। পিতা কার্তিক মুখার্জ্জী পুরোহিত চর্চার সাথে সাথে ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। বড় ভাই সাংবাদিক সুমন মুখার্জ্জী আশাশুনি উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনশক্তি বিষয়ক সম্পাদক ও জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

সংগীত শিল্পী চৈতালী মুখার্জ্জী বলেন, আমি ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের ছাত্র রাজনীতি ও বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেছি। বর্তমানে জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংস্কৃতিক সম্পাদক, উদীচী শিল্প সংসদের সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মহিলা বিষয়ক সম্পাদক, জেলা পূজা উদযাপন পরিষদের সহ- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জেলা সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক কমিটির সদস্য, জেলা বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের আহবায়ক কমিটির সদস্যসহ জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করছি। জাতীয় প্রোগ্রামসহ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছি।

তিনি বলেন, আমার স্বামী টিটু চক্রবর্ত্তী দেশের প্রখ্যাত একজন সংগীত পরিচালক ও মিউজিক কম্পোজার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার সুরের গান ও আমার সংগীত জীবনে বঙালি ও বাংলার গান দিয়ে দেশের সুনাম কুঁড়িয়েছি।

তিনি আরও বলেন, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা একজন উদার সাংস্কৃতিক প্রেমী মানুষ। আমি একাদশ জাতীয় সংসদে নারী সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন সংগ্রহ করেছিলাম। এবারও সকলের দোয়া ও আশীর্বাদ নিয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছি। প্রধানমন্ত্রী একজন উত্তম বিচক্ষণ মানুষ সবকিছু তিনি বিবেচনা করে সিদ্ধান্ত নিবেন। তবে আমি ভালো কিছুর জন্য আশাবাদী।

সাতক্ষীরার এই প্রতিভাবান কণ্ঠশিল্পীর দ্বাদশ জাতীয় নারী সংরক্ষিত আসনে মনোনয়ন জমা দেওয়ায় সাতক্ষীরার বিভিন্ন স্তরের আওয়ামী লীগের রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনসাধারণ, সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী ও কলা-কুশলীগণ ভালোবাসায় সিক্ত করছেন।

এদিকে, সাতক্ষীরা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও ৭০ এর প্রাদেশিক পরিষদ সদস্য, ঘাতকের গুলিতে নিহত দৈনিক পত্রদূত সম্পাদক ও আওয়ামী লীগ নেতা স.ম. আলাউদ্দিন তনয়া লায়লা পারভীন সেঁজুতি, বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাতক্ষীরার কৃতি সন্তান ফাল্গুনী হামিদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে পরবর্তীতে দলীয় নির্দেশে প্রত্যাহারকারী আসাদুজ্জামান বাবুর স্ত্রী রেহনুমা জেবিন রাখী, ২০১৪ সালের নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে জোটের কারনে প্রত্যাহারকারী তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের স্ত্রী কাকলি ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানা হামিদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক ছাত্রলীগ নেতা মাকসুদা খানম মেধা, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীমা পারভীন রত্না, জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতানা রুবি, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশনারা রুবি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোৎন্সা আরা, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক আয়শা সিদ্দিকী, যুব মহিলা আওয়ামী লীগের সাফিয়া পারভীন প্রমুখ।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতে জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তপশিল অনুযায়ী মনোনয়নপত্র ক্রয়ের শেষ তারিখ ছিল ৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র দাখিলের বিরুদ্ধে আপিল ২২ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ ফেব্রুয়ারি। আর ভোটগ্রহণ হবে ১৪ মার্চ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে একক ব্যবস্থায় বাস চলবে : প্রেস উইং

ভিনিকে বিক্রি করে দিতে বললেন রিয়াল কিংবদন্তি

নতুন বিচারপতিদের মধ্যে সংখ্যালঘু নেই, ঐক্য পরিষদের ক্ষোভ

বিসিবির হাতে বিপিএলের স্পট ফিক্সিং তদন্ত প্রতিবেদন

ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন মাওলানা মামুনুল হক

চুল পড়া রোধ করবে যে জিনিস

ডাকসু নির্বাচন, আচরণবিধি সম্পর্কিত অভিযোগ নিষ্পত্তিতে টাস্কফোর্স গঠন

সাদাপাথরকাণ্ডে এবার পুলিশে বড় রদবদল

৪৫ বছর ধরে ঝুপড়ি ঘরে থাকা সেই দম্পতির পাশে ইউএনও

শুনানিতে বিএনপি-এনসিপির মারামারির ঘটনায় ইসির জিডি

১০

পাঁচ মাসে ১২ হাজার ২০০ কোটি টাকার প্রস্তাব পেল বিডা

১১

নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : চরমোনাই পীর

১২

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

১৩

বুয়েটের শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা

১৪

বিমানের নতুন চেয়ারম্যান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১৫

এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআরে হবে এমপি বাণিজ্য : খোকন

১৬

ডাকসু নির্বাচন / আচরণবিধি সম্পর্কিত অভিযোগ নিষ্পত্তিতে টাস্কফোর্স গঠন

১৭

দ্বিতীয় ইরান হয়ে উঠছে ইয়েমেন, হিসাব মেলাতে পারছে না ইসরায়েল

১৮

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

১৯

দেশে স্বর্ণের নতুন দাম নির্ধারণ

২০
X