এসএসসি পরীক্ষার প্রথম দিনের বাংলা প্রথম পত্রের তিন ঘণ্টার পরীক্ষা নেওয়া হয়েছে সাড়ে চার ঘণ্টায়। এমন ঘটনা ঘটেছে জামালপুরের ইসলামপুর উপজেলার এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে।
জানা গেছে, ভুল প্রশ্নপত্রের সেটে পরীক্ষা শুরু করা হয়। প্রায় দেড় ঘণ্টা পরীক্ষা নেওয়ার পর সেই প্রশ্ন এবং উত্তরপত্র তুলে নেওয়া হয়। পরে সঠিক প্রশ্ন এবং উত্তরপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়।
পরীক্ষার্থী এবং অভিভাবকদের দাবি, কেন্দ্র সচিবের দায়িত্ব অবহেলার কারণে এমন ঘটনা ঘটেছে। এতে পরীক্ষার্থীরা মানসিক ও শারীরিক চাপে পড়ে।
একাধিক পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে , ইসলামপুর উপজেলার ৪ নম্বর চর হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভেন্যুতে সকাল ১০টায় বাংলা প্রথম পত্র বিষয়ে পরীক্ষা শুরু হয়। এতে বেনুয়ারচর উচ্চ বিদ্যালয়, পোড়ারচর উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর হাজি ফুলমাহমুদ উচ্চবিদ্যালয়, ডিগ্রিরচর উচ্চবিদ্যালয় এবং শ্যামপুর উচ্চবিদ্যালয়সহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৫২ জন শিক্ষার্থী অংশ নেয়।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ওই কেন্দ্রে সেট কোড-১-এর প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরীক্ষার্থীদের মধ্যে সরবরাহ করা হয় সেট কোড-৩-এর প্রশ্নপত্র।
প্রায় দেড় ঘণ্টা পরীক্ষা চলার পরে সেট কোডের ভুল ধরা পড়ে। পরে তড়িঘড়ি করে পরীক্ষার্থীদের কাছ থেকে ভুল প্রশ্ন এবং উত্তরপত্র তুলে নিয়ে নির্ধারিত সেটের প্রশ্ন সরবরাহ করে দেড় ঘণ্টা সময় বাড়িয়ে পরীক্ষা নেওয়া হয়।
এ বিষয়ে ৪ নম্বর চর হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব সুলতানা বেগম বলেন, ভুলবশত কোড-১ এর পরিবর্তে সেট কোড-৩ এর প্রশ্ন দেওয়া হয়েছিল। ৩০ থেকে ৪০ মিনিট পরে বিষয়টি আমাদের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে ভুল প্রশ্ন এবং উত্তরপত্র তুলে নিয়ে সঠিক প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি আমি জেনেছি। পরে শিক্ষা বোর্ডের অনুমতি নিয়ে সময় বাড়িয়ে পরীক্ষা নেওয়া হয়েছে।
তিনি বলেন, কেন্দ্র সচিবসহ যে কারও দায়িত্ব পালনে অবহেলা থাকলে অবশ্যই তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন