বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বান্দরবানে দুই উপজেলায় বাস চলাচল বন্ধ

বান্দরবানের রুমা ও থানচি সড়কে গণপরিবহন চলাচল বন্ধ। ছবি : কালবেলা
বান্দরবানের রুমা ও থানচি সড়কে গণপরিবহন চলাচল বন্ধ। ছবি : কালবেলা

পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) হুমকিতে বান্দরবানের রুমা ও থানচি সড়কে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীসহ পর্যটকরা।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুই উপজেলার সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা।

পরিবহন শ্রমিকরা জানায়, সকালে কেএনএফ সদস্যরা পরিবহন লাইম্যান শ্রমিক লুপ্রু মারমাকে ধরে নিয়ে মারধর করে। এতে গুরুতর আহত হন তিনি। এরই প্রেক্ষিতে রুমা থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে ১৪ ফেব্রুয়ারি রুমা উপজেলার রিজুক ঝরনাপাড়ার এক যুবককে গুলি করার অভিযোগ ওঠে ‘বম পার্টি’ নামে পরিচিত কেএনএফের বিরুদ্ধে। পরে উন্নত চিকিৎসার জন্য ওই যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার প্রতিবাদে পর দিন রুমা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন স্থানীয়রা। সেখানে কয়েকজন ইউপি চেয়ারম্যানকেও দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, রুমা ও থানচি স্টেশনে কোনো গাড়ি না পেয়ে কয়েকঘণ্টা ধরে বসে আছে থুইম্রাচিং মারমা ও প্রদীপ তচঙ্গ্যা। তারা জানান, সকাল থেকে স্টেশনে বসে আছি। নিজ গন্তব্য যাব বলে বিভিন্ন মালামাল আর বাচ্চা নিয়ে স্টেশনে হাজির হয়েছি। শুনেচ্ছি কেএনএফ হুমকি কারণে বাসে মালিক পক্ষ থেকে বাস চলাচল বন্ধ রেখেছে। এতে আমাদের চলাচলের ভোগান্তি হচ্ছে।

বান্দরবান-রোয়াংছড়ি-রুমা-থানছি মোটরযান পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বলেন, সকাল থেকে বান্দরবান থেকে বাঘমারা ও রোয়াংছড়ি বাস চলাচল স্বাভাবিক আছে। কিন্তু রুমা ও থানছি স্টেশন থেকে সকাল হতে কোনো বাস ছেড়ে আসেনি। কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএফ) বাস না চালানোর হুমকি দেওয়ায় বাস চলাচলের বন্ধ রয়েছে বলে জানান তিনি।

রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লা চিং মারমা জানান, তার ছোটভাই লুপ্রু (৫৩) মারমা নামে দীর্ঘদিন ধরে রুমা বাস স্টেশনের লাইনম্যান হিসেবে কর্মরত আছেন। সকালে বাড়ি থেকে বাস স্টেশনে যাওয়ার সময় পলিকা পাড়া শ্মশান এলাকায় কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএন) সদস্যরা তার ভাই লুপ্রুকে ধরে নিয়ে যায়। প্রায় আধা ঘণ্টার মারধর করে ছেড়ে দেওয়া হয়। পরে লুপ্রুকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রুমা ২নং রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈমং মারমা (শৈবং) বলেন, রুমায় এখন রাস্তায় রাস্তায় কুকিচিন আর্মির সদস্যরা টহল দিচ্ছে। মানুষজনকে হুমকি ও মারধর করছে। গাড়ি না চালানোর জন্য বলা হচ্ছে। এ কারনে রুমা থেকে বান্দরবান কোনো বাস ও যানবাহন ছাড়েনি।

রুমা থানার ওসি মো. শাহজাহান জানান, রুমা থেকে বান্দরবান সদরে সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে বলে শুনেছি। এরপর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে। এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি, পেলেআইনগত পদক্ষেপ নেওয়া হবে।

থানচির উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ বলেন, এখন পর্যন্ত থানচি থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন যুবকের কোমরে মিলল আট কোটি টাকার স্বর্ণ

হাসপাতালে খালেদা জিয়া

ইসির রোডম্যাপে দেশ নির্বাচনের দিকে আরেক ধাপ এগিয়ে গেল : সমমনা জোট

প্রকৌশল শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ শাবির ৮৫ শিক্ষকের

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা চুয়েটের

আল আরাফা ব্যাংকের চাকরিচ্যুত ৩ কর্মকর্তা রিমান্ডে, কারাগারে ৮

দাবি আদায় হয়নি, নতুন ঘোষণা শিক্ষার্থীদের

রমনা বিভাগের ডিসিকে নিয়ে অপপ্রচার

নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় এবি পার্টির প্রতিক্রিয়া 

বাস্তবায়ন হয়নি ৩৫ বছর আগের খুবি ক্যাম্পাসের মহাপরিকল্পনা

১০

ঋতুপর্ণার বাবা কখনোই চাননি মেয়ে নায়িকা হোক

১১

প্রধান উপদেষ্টার সঙ্গে রাবি উপাচার্যের সাক্ষাৎ

১২

ফোনের চার্জার যে কারণে সাদা বা কালো রঙের হয়

১৩

পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

১৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবি

১৫

গুম করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া নীতিগত অনুমোদন

১৬

ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, দুই ট্রাফিক পুলিশ ক্লোজড

১৭

গাজায় যুদ্ধবিরতি কেন হচ্ছে না, জানাল মিশর

১৮

ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে প্রধান রিটার্নিং কর্মকর্তার বক্তব্য

১৯

কপোতাক্ষ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

২০
X