কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে বাদশা মিয়া (৩৮) নামে এক রোহিঙ্গা যুবককে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে খুন করেছে।
শনিবার (১৭ ফেরুয়ারি) দিবাগত রাতে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের সি-৩ ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সিরাজুল মিয়ার ছেলে।
উখিয়া থানার ওসি শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে রোহিঙ্গাদের বরাত দিয়ে জানান, শনিবার রাতে অজ্ঞাতনামা ৪/৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী মিলে বাদশা মিয়া নামে এক রোহিঙ্গাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এমএসএফ হাসাপাতালে নিয়ে যায়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন