রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৯ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ সারি

দৌলতদিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় যানবাহন। ছবি : কালবেলা
দৌলতদিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় যানবাহন। ছবি : কালবেলা

ফরিদপুরে আটরশির উরস ফেরত যানবাহনের চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। শতাধিক যানবাহন নদী পারের জন্য আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ফরিদপুরের আটরশির ওরসফেরত গাড়ির চাপে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

দৌলতদিয়া ফেরিঘাট সংশ্লিষ্টরা জানান, পদ্মা নদীর পানি দ্রুত কমতে থাকায় এখন সর্বনিম্ন পর্যায়ে আছে। এ কারণে নদীর স্রোত আগের চেয়ে অনেকটা কমে গেছে। এতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ খুব বেশি থাকছে না। মাঝেমধ্যে যানবাহনের সারি হলেও সেগুলো স্বল্প সময়ের মধ্যে ফেরিতে উঠতে পারায় দুর্ভোগ অনেকটা কমেছিল। তবে আজ সকাল ১০টার পর থেকে আটরশির ওরসফেরত গাড়ি দৌলতদিয়া ঘাটে আসতে থাকায় চাপ বাড়তে থাকে। এতে ঢাকামুখী পরিবহনের দীর্ঘ সারি তৈরি হয়। বিভিন্ন ধরনের যানবাহনের সঙ্গে ওরসফেরত গাড়ির কারণে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সারি তৈরি হয়েছে। প্রখর রোদ আর গরমে আটকে থাকা যানবাহনের যাত্রীদের বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। বেশি দুর্ভোগে পড়েছেন শিশুসহ বয়স্করা।

স্থানীয়রা জনান, ফরিদপুরের আটরশির ওরস শেষে ঢাকামুখী ভক্তদের বহনকারী কয়েকশ বাস আজ সকাল থেকে দৌলতদিয়া ঘাটে আসতে থাকে। সকাল ১০টার পর থেকে এসব গাড়ির সঙ্গে ঢাকামুখী সাধারণ পণ্যবাহী গাড়ি ও দুপুরে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা দূরপাল্লার পরিবহন মিলে দীর্ঘ সারি তৈরি হয়। এসব গাড়ি মহাসড়কে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সারিতে ফেরির জন্য অপেক্ষা করতে থাকে।

কুষ্টিয়া থেকে আসা একটি পণ্যবাহী গাড়ির চালক ইমরান ফকীর কালবেলাকে বলেন, ঘাটে এসে ফেরির জন্য লাইনে ছিলাম। এরপর দেখি শত শত ওরসের বাস আসতে থাকে। অগ্রাধিকারের ভিত্তিতে ওরসের গাড়ি আগে ফেরিতে ওঠার সুযোগ করে দেওয়ায় আমরা প্রায় দুই ঘণ্টা ধরে অপেক্ষায় আছি।

রাজধানীর ঢাকা থেকে আসা ওরসফেরত গাড়ির যাত্রী কুব্বাত মোল্লা কালবেলাকে বলেন, আমরা আটরশিতে এসেছিলাম। আজ সকালে মোনাজাত করে সকাল ১১টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছি। প্রায় তিন ঘণ্টা ধরে লাইনে অপেক্ষা করছি। আমরা একই এলাকা থেকে সাতটি বাস নিয়ে ওরসে এসেছিলাম। আমাদের মতো এ রকম অনেক গাড়ি রয়েছে।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, আজ সকাল থেকে আটরশির ওরসফেরত বাস আসায় ঘাটে বাড়তি চাপ পড়েছে। এসব পরিবহন ঘাটে আসা মাত্রই ফেরিতে উঠতে পারছে। তেমন বড় ধরনের কোনো চাপ নেই ঘাটে। পদ্মা সেতু চালুর পর থেকে এ রুটে যানবাহনের চাপ কমেছে। বর্তমানে ছোট বড় মিলে মোট ১১টি ফেরি চলাচল করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক হতাহত, হেফাজতের শোক ও সহায়তার আহ্বান

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি দিল ছাত্রদল

বনানীর সেলসিয়াস সিসা লাউঞ্জে পুলিশের অভিযান

অবশেষে মাদক সম্রাজ্ঞী আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার আটক

সর্বদলীয় বৈঠক শেষে ফেরার পথে জাগপা সভাপতিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা

নাটোরে ডা. আমিরুলকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি ড্যাবের

গাজীপুরের কমিশনারের দায়িত্ব থেকে সরানো হলো নাজমুল করিমকে

একাত্তরে ভুল করেছেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন : টুকু

দুই কিংবদন্তি অলরাউন্ডার সাকিব ও সিকান্দারকে ‘এক’ করলেন জুলফিকার!

১০

বিএনপিকে এনসিপির শুভেচ্ছা / ‘আমরা তর্কবিতর্ক করব কিন্তু পারস্পরিক সৌহার্দ্য থাকবে’

১১

পুরো সেপ্টেম্বরের পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

১২

নদীতে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে হামলা, জেলের মৃত্যু

১৩

ক্ষমা চাইলেন রিটকারীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থী

১৪

আহত চবি শিক্ষার্থীদের দেখতে চমেকে শাহজাহান চৌধুরী

১৫

জাঁকজমক আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

১৬

দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু

১৭

বাঁকখালী নদী উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু

১৮

আনাসসহ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএফইউজে-ডিইউজের নিন্দা 

১৯

ক্যানসারে আক্রান্ত সাংবাদিক মেহেদী বাঁচতে চান

২০
X