গাজীপুর সিটি করপোরেশনের শরীফপুর এলাকায় এক রোহিঙ্গার পেটে বিশেষ কায়দায় রাখা ইয়াবার চালান উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় ৫ হাজার ইয়াবাসহ ফয়জুল ইসলাম (৩৩) নামের ওই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ফয়জুল কক্সবাজার জেলার উখিয়া থানার রোহিঙ্গা ক্যাম্পের নাজির হোসেনের ছেলে।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ কামাল হোসেন বলেন, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানার শরীফপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানকার (সোন্ডা) রড মিল রোড এলাকায় পলাতক আসামি নাজমল মৃধার বাসা থেকে রোহিঙ্গা ফয়জুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে আসামি ফয়জুল ইসলাম জানায়, সে কক্সবাজার থেকে টঙ্গীতে দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট পরিবহন করে। মূলত পাচারের উদ্দেশে ইয়াবা পেটে বহন করে। এজন্য ৬০ পিস করে ইয়াবার ছোট ছোট পোটলা গিলে খেয়ে পেটে করে নিয়ে আসে। পরে বাথরুমে গিয়ে ইয়াবা পোটলা বের করে। সে ৩৮ পোটলা ইয়াবা তার পেটে বহন করে নিয়ে এসেছিল বলে জিজ্ঞাসাবাদে জানায়। পরে পলাতক আসামি নাজমুলের বাসা তল্লাশিকালে রোহিঙ্গা ফয়জুল ইসলামের বহনকৃত ইয়াবাসহ মোট ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানান, আসামিরা একটি সংঘবদ্ধ চক্রের পেশাদার মাদক কারবারি। উদ্ধার ইয়াবার মূল্য ১৫ লাখ টাকা। আসামিদের বিরুদ্ধে গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন