জামালপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের বহির্বিভাগের একটি কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়ে চিকিৎসকের টেবিলের কাচ ভেঙে গেছে। কক্ষের মেঝেতেও পলেস্তারা খসে পড়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া একটার দিকে এই ঘটনা ঘটে।
বহির্বিভাগের ৩ নম্বর কক্ষে এ ঘটনার উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কক্ষটি অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসকরা ব্যবহার করছেন। দুপুরে কক্ষে থাকা চিকিৎসক আবু সাইদ, মাইনুদ্দিন আকন্দ ও জুনিয়র কনসালট্যান্ট মুরশিদুল হক বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে এ ঘটনা ঘটে।
পলেস্তারা খসে পড়ার প্রত্যক্ষদর্শী চিকিৎসকের সহকারী সোহাগ জানান, চিকিৎসক বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তিনি কক্ষ পরিষ্কার করার সময় হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে। তবে এতে কেউ আহত হননি।
এ বিষয়ে জানতে চাইলে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান জানান, এ ভবন অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বিকল্প উপায় না থাকায় ঝুঁকি নিয়েই জনসাধারণের সেবা দিতে হচ্ছে আমাদের। এর বাইরে বলার কিছু নেই।
জানা গেছে, ১৯৬১ সালে নির্মিত ভবনটি ২০২১ সালে পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত বিভাগ।
মন্তব্য করুন