দিনাজপুরের পার্বতীপুরে অপহরণ মামলায় ইউপি সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার হরিরামপুর ইউনিয়নের সদস্য (৫ নম্বর ওয়ার্ড) ও চাঁচেয়া পশ্চিমপাড়া গ্রামের আবু সাঈদের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৪) এবং একই এলাকার মোশারাফ হোসেনের ছেলে আল আমিন (২৮)। সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে ফুলবাড়ী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষে অধ্যায়নরত এক কিশোরী (১৭)-কে প্রেমের প্রস্তাব দেয় অভিযুক্ত ইউপি সদস্য। ওই কিশোরী বিষয়টি তার পরিবারকে জানায়। পরে কিশোরীর বাবা পরিবারকে বিষয়টি অবগত করলে উচ্ছৃঙ্খল হয়ে ওঠে অভিযুক্ত ইউপি সদস্য। এরই জের ধরে ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক ও তার বন্ধু আল আমিনের সহযোগিতায় গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশ থেকে ওই কিশোরীকে অপহরণ করে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক (৩৪), তার পিতা আবু সাঈদ (৬২) ও বন্ধু আল আমিনের (২৮) নাম উল্লেখ করে পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করেন। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী কিশোরীর পিতার মামলা দায়ের এর ১ ঘণ্টার মধ্যে ইউপি সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে অপহরণের শিকার ওই কিশোরীকেও উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন