রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় ইমিগ্রেশনে ওসির বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট, ইনসেট বামে ওসি হাসান। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট, ইনসেট বামে ওসি হাসান। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক ইমিগ্রেশনের ওসি হাসান আহমেদ ভূঁইয়া ও তার সহযোগীদের নেতৃত্বে প্রকাশ্যে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে।

যাত্রীদের অভিযোগ, তাদেরকে টাকা দিলেই মূহুর্তেই ইমিগ্রেশনের যেকোনো ধরনের নিয়ম পাল্টে যায়। বহিঃগর্মন ফরম পূরণ থেকেই টাকা নেওয়া শুরু হয়। নিয়মবহির্ভূতভাবে সব কাজই ঘুষের মাধ্যমে করেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, বহিঃর্গমন ও আগমনী ডেস্কে বাংলাদেশি ও ভারতীয় নাগরীকদের সঙ্গে রীতিমতো খারাপ আচরণসহ পাসপোর্ট ছুড়ে মারার ঘটনাও ঘটিয়েছেন এ ওসি।

অনুসন্ধানে দেখা যায়, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাজিতপুরের বাসিন্দা মহিউদ্দিন সম্রাটের পাসপোর্টের মেয়াদ চলতি বছরের এপ্রিলে মেয়াদোত্তীর্ণ হবে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে তিনি আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে ভ্রমণ করতে যায়। এ সময় ইমিগ্রেশন সম্পূর্ণ করতে গেলে ডেস্কে দায়িত্বরত কর্মকর্তা পাসপোর্টের মেয়াদ ৩ মাসের কম থাকায় তাকে ইনচার্জের কাছে পাঠায়। তখন ইনচার্জের নির্দেশে ৫ হাজার টাকার বিনিময়ে তার সহযোগী পুলিশ সদস্য ইমিগ্রেশনের কাজটি সম্পূর্ণ করে দেয়।

ওই যাত্রীর কাছে এ বিষয়ে জানতে চাইলে জানতে চাইলে তিনি টাকা দেওয়ার কথা স্বীকার করে বলেন, একজন পুলিশ সদস্যের মাধ্যমে ইমিগ্রেশন ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়াকে ৫ হাজার টাকা দিয়েছি। পরে বর্হিঃগমন ডেস্কের কাজ শেষ করে ভারতে যাচ্ছি।

সরেজমিনে দেখা যায়, ভারতগামী পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে ৫০০ থেকে ১০০০ টাকা আদায় করা হচ্ছে। কোনো নারী পাসপোর্ট যাত্রী একা ভারতে গেলে তার কাছ থেকে ৩ হাজার থেকে ১০ হাজার টাকা নেওয়া হচ্ছে। প্রায় সময়ই বিভিন্ন বিষয় অজুহাত দেখিয়ে ঘুষ আদায়ে দিনদিন বেপরোয়া হয়ে উঠেছেন ওসি হাসান আহমেদ ভূঁইয়া। কুমিল্লার বাসিন্দা শিহাব উদ্দিন গত পাঁচ মাসে এ পথে তিনবার ভারতে গেছেন। তিনি বলেন, ইমিগ্রেশনে ৫০০-১০০০ হাজার টাকা দেওয়া এখানকার অঘোষিত একটি নিয়মে পরিণত হয়েছে। এখানে আসলে এ অর্থ দিতেই হবে। তা না হলে দেখবেন কত সমস্যার কথা বলবে। তাই ঝামেলায় না গিয়ে ঘুষ দিয়েই যাতায়াত করি।

চট্টগ্রামের এক যাত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তার বাবা অসুস্থ। গত মাসে চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন। বাবার জন্য চিকিৎসা ভিসায় ডাক্তারের সঙ্গে পরামর্শ ও ওষুধ কিনতে যাচ্ছেন।চিকিৎসার সমস্ত কাগজপত্র সঙ্গে নিয়েছেন। আখাউড়া ইমিগ্রেশনে আটকে দিলে তিন হাজার টাকা দিয়ে ভারত যাচ্ছি।

আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি হাসান আহমেদ ভূঁইয়া বলেন, এসব অভিযোগ সত্য না। এখানে আমি বা আমার কোনো লোক যাত্রীদের হয়রানি কিংবা তাদের কাছ থেকে টাকা আদায় করা করে না। এমন কোনো প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) জয়নাল আবেদীন বলেন, এসব বিষয়ে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তির সমন্বিত কাজ অপরিহার্য : উপদেষ্টা ফরিদা

খোলা জায়গায় প্রস্রাব করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : সেলিমুজ্জামান

এমপি প্রার্থীর কর্মীকে হত্যা, মরদেহ নিয়ে বিক্ষোভ

প্রাণ গেল নারী-শিশুসহ ৩ জনের

ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা, এজিম ও সেমিনার অনুষ্ঠিত

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সেলস কনফারেন্স অনুষ্ঠিত

একুশ শতাব্দীতে যে কীর্তিতে দ্বিতীয় দ্রুততম এমবাপ্পে

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

খালেদা জিয়ার কফিন বহনের সুযোগ পেয়ে যাদের কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত মুশফিক

১০

ডার্বিতে সিটিকে গুঁড়িয়ে দিল ইউনাইটেড! 

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

১২

দুর্দান্ত শুরুর পরও জিততে পারল না বাংলাদেশ

১৩

থানায় আগুন, পুড়ল সাংবাদিকের মোটরসাইকেল

১৪

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নীতিগত সমন্বয় ও সম্মিলিত উদ্যোগের আহ্বান 

১৫

গুম হওয়া বাবার স্মৃতিচারণ করে শিশুর আর্তনাদ, কাঁদলেন তারেক রহমান

১৬

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র জড়িত : খামেনি

১৭

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন আঁতাত ফাঁস

১৮

সন্দ্বীপেরই অংশ ভাসানচর

১৯

৩০০ আসনে জোটবদ্ধ নির্বাচনের ঘোষণা স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের

২০
X