মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

কে জানত এটিই হবে প্রিয়তির শেষ খাওয়া!

জারিন তাসনীম প্রিয়তি। ছবি : সংগৃহীত
জারিন তাসনীম প্রিয়তি। ছবি : সংগৃহীত

কানাডাপ্রবাসী সুহা (২৮) তার মেয়ে সায়েবাকে (৮) নিয়ে মাত্র এক দিন আগে দেশে আসেন। দীর্ঘদিন পর দেশে ফিরে সুহার উচ্ছ্বাস স্বভাবতই বেশি ছিল। তিনি ছোট বোন প্রিয়তিকে নিয়ে রাজধানীর বেইলি রোডের ওই বহুতল ভবনের একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে যান। কথা ছিল, দুই বোনের আনন্দময় একটি মুহূর্ত স্মৃতির পাতায় আঁকা হবে। কিন্তু সব কীভাবে যেন তছনছ হয়ে গেল। কে জানত এটিই হবে প্রিয়তির শেষ খাওয়া।

জারিন তাসনীম প্রিয়তি (২০) মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর গ্রামের আওলাদ হোসেন খানের ছোট মেয়ে।

এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন নিহতের বড় বোন কানাডা প্রবাসী বোন তাসনোভা খান সুহা ও তার আট বছর বয়সী মেয়ে সায়েবাও।

নিহতের স্বজনরা জানান, গত ২৮ ফেব্রুয়ারি কানাডা থেকে দেশে আসেন নিহতের বড় বোন সুহা। দেশে ফেরার পেছনে বাবার অসুস্থতার বিষয়টিও ছিল। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে প্রিয়তিসহ চারজন রাতের খাবার খেতে রেস্তোরাঁয় গেলে এ দুর্ঘটনা ঘটে। পরে স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পোশাক দেখে নিহতের মরদেহ শনাক্ত করে। এ ছাড়া এ ঘটনায় আহত বাকিদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে নিহতের পরিবারকে জানিয়েছেন চিকিৎসক।

এদিকে শুক্রবার (১ মার্চ) দুপুরে জুমার নামাজ শেষে নিহতের মরদেহ নেওয়া হয় মুন্সীগঞ্জ সদরের বিনোদপুর এলাকার গ্রামের বাড়িতে। এ সময় আহাজারিতে ভেঙে পড়েন স্বজনরা। শোকাহত পরিবারকে সান্ত্বনা জানাতে ভিড় করেন স্থানীয়রা। পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠে পরিবেশ।

দুর্ঘটনায় বেঁচে ফেরা নিহতের বড় বোন সুহা জানান, প্রথমে ভবনটির নিচ তলা থেকে আগুনের সূত্রপাত। পরে ভবনটির সিঁড়িতে রাখা গ্যাস সিলিন্ডার একের পর এক বিস্ফোরিত হতে থাকে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। এ সময় সুহা ও তার মেয়ে সায়েবাসহ আরও একজন ভবনটির উপরের তলায় উঠে যান। কিন্তু দ্বিতীয় তলায় আটকে পড়েন প্রিয়তি। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা চতুর্থ তলা থেকে নিহতের বোন সুহাসহ তিনজনকে উদ্ধার করতে পারলেও খোঁজ মেলেনি প্রিয়তির। শেষমেশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রিয়তির মরদেহের খোঁজ মেলে।

এ ঘটনায় জোরালো তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন নিহতের ভাই সাজিদ খাঁন পিয়াল (২২)। তিনি বলেন, দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে প্রিয়তিকে দাফন করা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত জোরালো পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়া থেকে হাজার হাজার বন্দিকে নতুন গন্তব্যে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আবেদনময়ী রূপে জয়া

আজ নায়করাজ রাজ্জাকের জন্মদিন

এনসিপির এক শীর্ষ নেতাকে দল থেকে অব্যাহতি

কমানোর ঘোষণার এক দিন পর স্বর্ণের দামে বড় লাফ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ম্যুরালের পুনর্নির্মাণ কাজ শুরু

পাকিস্তানকে পেয়ে এভাবেই প্রতিশোধ নিল বাংলাদেশ!

চাঁদপুর-৪ আসনে নির্বাচনী সমন্বয়ক যুবদলের তারেকুর

বর্ণাঢ্য আয়োজনে ইডেনে ‘বাণী অর্চনা’ অনুষ্ঠিত

শুক্রবার স্বর্ণের দামে নতুন রেকর্ড

১০

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক আজ

১১

নিউজিল্যান্ডে দুই কিশোরসহ ছয়জন নিখোঁজ

১২

সুপার সিক্সের সমীকরণের ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ

১৩

রাঙামাটিতে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১

১৪

ঢাকা-৪ আসনে দ্বিতীয় দিনের প্রচারণায় রবিন

১৫

নারীর ভিডিও ধারণের অভিযোগে সালিশে যুবককে পিটিয়ে হত্যা

১৬

স্বাস্থ্য, ত্বক ও ঘরের যত্নে ছোট্ট জাদু ‘আদা’

১৭

দুঃখ প্রকাশ

১৮

অতিরিক্ত চিন্তা বন্ধ করুন ৬ উপায়ে

১৯

ইরানের ওপর ‘কড়া নজর’ রাখছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

২০
X