নরসিংদীর শিবপুরে গোয়ালঘরে আগুন দিয়ে ১টি গরু পুড়িয়ে মেরেছে দুর্বৃত্তরা। এ সময় আহত অবস্থায় অপর একটি গরু উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১টার দিকে উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামে আবুল কালাম খানের ছেলে মুক্তার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
সাংসারিক অনটন দূর করার জন্য মুক্তারের স্ত্রী গরু পালন করতেন। গরুগুলোর বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। এ ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছেন গরুর মালিক মুক্তার হোসেনের পরিবার। জানা গেছে, মুক্তার হোসেন একজন বর্গাচাষি এবং অন্যের জমিতে কাজ করেন। বাড়ির ভিটে ছাড়া আর কোনো জমিজমা নেই তার। সম্পদ ছিল ২টি গরু। সেগুলো হারিয়ে জীবনের শেষ সম্বলটুকু হারিয়ে ফেলেছেন তিনি। রাতের আঁধারে কে বা কারা গোয়ালঘরে আগুন দিয়ে পুড়িয়ে ১টি গরু মেরে ফেলেছে এবং আরেকটি গরু মারাত্মকভাবে আহত হয়েছে।
স্থানীয়রা জানান, রাত ১টার দিকে মুক্তারের গরুর ঘরে হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনসহ আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এর মধ্যেই একটির মৃত্যু হয় আরেকটি আহত অবস্থায় উদ্ধার করা হয়। গরুর মালিক মিনারা আক্তার বলেন, ঘুমিয়ে থাকা অবস্থায় রাতের আঁধারে কে বা কারা গরুর ঘরে আগুন দিয়েছে দেখতে পাইনি। এর আগেও আমার খড়ের গাদায় আগুন দিয়েছে। আমার স্বামী অন্যের জমিতে কাজ করেন। আমি গরুগুলো লালনপালন করতাম। এখন আমার কিছুই রইল না। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম।
খবর পেয়ে সকালে ক্ষতিগ্রস্তের বাড়িতে পরিদর্শনে যান মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার কালা মিয়া। তিনি বলেন, এ ঘটনায় মুক্তারের একটি গরুর মৃত্যু হয়েছে। আরও ১টি গরু মারাত্মকভাবে আহত হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিকভাবে সাহায্যের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন