খুলনার কয়রায় সুন্দরবন সংলগ্ন মহেশ্বীপুর গ্রামে একটি মায়াবী হরিণ ঢুকে পড়ে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা বন বিভাগকে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হরিণটি উদ্ধার করে। পরে সুন্দরবনে তা অবমুক্ত করা হয়। শুক্রবার (৮ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাইফুল নামে এক ব্যক্তি একটি মৎস্য ঘেরের রাস্তায় জালে জড়ানো হরিণটি দেখতে পান। পরে তিনি বিষয়টি গ্রামবাসীকে জানান। এরপর বানিয়াখালী স্টেশনের বনরক্ষীদের জানানো হয়। তাৎক্ষণিক বনকর্মীরা সেখানে উপস্থিত হয়ে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় হরিণটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেন।
বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, হরিণটি সুস্থ ছিল। তাই সরাসরি বনে অবমুক্ত করা হয়েছে।
মন্তব্য করুন