ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে নিত্যপণ্যের দাম চড়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের বাজারগুলোতে একের পর এক নিত্যপণ্যের অস্বাভাবিক দামে বেকায়দায় সাধারণ মানুষ। নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ হতাশ হয়ে পড়ছে। সঙ্গে বাড়ছে ক্ষোভ। হতাশায় নিমজ্জিত খেটে খাওয়া মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও।

বছরের শুরু থেকেই অস্থিরতা চলছে চাল, পেঁয়াজ, মাছ-মাংসের বাজারে। ভরা মৌসুমেও অস্থির সবজির বাজার। দাম বৃদ্ধির জন্য মনিটরিং এর অভাবকে দায়ী করছেন ক্রেতারা। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, রমজানে প্রতিদিন বাজারে চলবে বিশেষ অভিযান।

ময়মনসিংহের বাজারগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে পণ্যমূল্য বৃদ্ধির পাগলা ঘোড়া। পণ্যের উৎপাদন ও সরবরাহ বেশি থাকলেও বাজারে দাম লাগামহীন। মোটা ও চিকন চালে বস্তা প্রতি বেড়েছে দেড়শ টাকা। সেই সঙ্গে বেড়েছে পোলাওয়ের চালের দাম। গত সপ্তাহে ছিল বেগুন প্রতি কেজি ৩০ টাকা থেকে ৪০ টাকা ছিল, সেই বেগুন এখন কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, টেমেটা প্রতি কেজি ২০ টাকা থেকে ৩০ টাকা ছিল, সেই টেমেটা এখন কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, লেবু প্রতি হালি ২০ টাকা থেকে ৩০ টাকা ছিল, সেই লেবু প্রতি হালি এখন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, শসা প্রতি কেজি ৩০ টাকা থেকে ৪০ টাকা ছিল, সেই শসা এখন কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ৪৫ থেকে ৫০ টাকার ঢেঁড়স এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে, এই হিসাবে সপ্তাহের ব্যবধানে সবজির দাম ২০ থেকে ৪০ শতাংশ বেড়েছে।

মাছের বাজারেও প্রায় একই চিত্র। গত সপ্তাহে শিং মাছ আকার ভেদে ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়, সেই মাছ এখন ৫২০-৭০০ টাকা। ১৫০ টাকার পাঙাশ মাছ ১৮০ থেকে ২০০ টাকায় কেজি বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে মাছের মূল্য ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে।এছাড়া, গত সপ্তাহে গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকা, এখন বিক্রি চচ্ছে ৮০০ টাকা, খাসির মাংস ৯০০ থেকে ৯৫০ টাকা এখন বিক্রি চচ্ছে ১০৫০ টাকা ও মুরগির কেজি প্রতি ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ প্রতি কেজি ৭০ টাকা থেকে ৮০ টাকা ছিল। সেই পেঁয়াজএখন কেজি প্রতি ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, রসুন প্রতি কেজি ১৯০ টাকা থেকে ২০০ টাকা ছিল। সেই রসুন এখন কেজি প্রতি ২১০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

দামের সাথে তাল মিলাতে ছোট হচ্ছে ক্রেতাদের বাজারের থলে। দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভেঙে বাজার মনিটরিংয়ের দাবি জানান ক্রেতারা। দ্রব্যমূল্যের উর্ধ্বমুখীর লাগাম টেনে ধরতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সরকার, এমনটাই দাবি সাধারণ মানুষের।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি রমজান মাসে বাজারগুলোতে প্রতিদিন বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকল সরবরাহ করতে গিয়ে ছাত্রদল নেতা আটক

এইচএসসির তৃতীয় দিনে অনুপস্থিত ২৪৮৯১ জন 

ক্ষমতাকেন্দ্রিক নয়, সংস্কারের পক্ষে জোট চায় এবি পার্টি

ব্রিটিশদের নাকানিচুবানি দিতে ১০ বছর ধরে যে রণকৌশলে এগোচ্ছে ইরান

বাসযাত্রীর ব্যাগে মিলল বিপুল ইয়াবা, অতঃপর...

কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির জন্য ৬৮ অধ্যাপকের আবেদন

ইতিহাস গড়ল চট্টগ্রাম বন্দর, কনটেইনার পরিবহনে রেকর্ড

৭০০ টাকার ব্রডব্যান্ড ৫০০ টাকায় দেওয়ার নির্দেশনা আইএসপিএবির

কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে রূপসা সেতুর টোল প্লাজা অবরোধ 

অসচ্ছল নারী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে ঢাবি

১০

ক্ষোভের মুখে সরানো হলো বিএনপির অনুষ্ঠানের উপস্থাপক এহসানকে

১১

নগর স্বাস্থ্যসেবা কার্যক্রম সরাসরি পরিচালনা করবে ডিএনসিসি

১২

সাতক্ষীরায় সাংবাদিকদের ওপর নারকীয় হামলার প্রতিবাদ, থানায় মামলা

১৩

কুষ্টিয়ায় কাফনের কাপড় জড়িয়ে বিএনপির কার্যালয় ঘেরাও

১৪

সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে জুলকারনাইনের প্রতিক্রিয়া

১৫

দুই দশক পর কারামুক্তি, সঙ্গে লাখ টাকা সঞ্চয় দুই নারীর

১৬

এবার ইরাকের বিমানবন্দরে রকেট হামলা

১৭

মায়ের কোল ফিরে পেল ৬০ হাজারে বিক্রি হওয়া শিশুটি

১৮

গুম কমিশনের প্রতিবেদনে নির্যাতনের ভয়াবহ চিত্র

১৯

ট্রাম্পকে বিদায় করতে আয়োজন করে নামছেন মাস্ক!

২০
X