ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে নিত্যপণ্যের দাম চড়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের বাজারগুলোতে একের পর এক নিত্যপণ্যের অস্বাভাবিক দামে বেকায়দায় সাধারণ মানুষ। নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ হতাশ হয়ে পড়ছে। সঙ্গে বাড়ছে ক্ষোভ। হতাশায় নিমজ্জিত খেটে খাওয়া মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও।

বছরের শুরু থেকেই অস্থিরতা চলছে চাল, পেঁয়াজ, মাছ-মাংসের বাজারে। ভরা মৌসুমেও অস্থির সবজির বাজার। দাম বৃদ্ধির জন্য মনিটরিং এর অভাবকে দায়ী করছেন ক্রেতারা। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, রমজানে প্রতিদিন বাজারে চলবে বিশেষ অভিযান।

ময়মনসিংহের বাজারগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে পণ্যমূল্য বৃদ্ধির পাগলা ঘোড়া। পণ্যের উৎপাদন ও সরবরাহ বেশি থাকলেও বাজারে দাম লাগামহীন। মোটা ও চিকন চালে বস্তা প্রতি বেড়েছে দেড়শ টাকা। সেই সঙ্গে বেড়েছে পোলাওয়ের চালের দাম। গত সপ্তাহে ছিল বেগুন প্রতি কেজি ৩০ টাকা থেকে ৪০ টাকা ছিল, সেই বেগুন এখন কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, টেমেটা প্রতি কেজি ২০ টাকা থেকে ৩০ টাকা ছিল, সেই টেমেটা এখন কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, লেবু প্রতি হালি ২০ টাকা থেকে ৩০ টাকা ছিল, সেই লেবু প্রতি হালি এখন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, শসা প্রতি কেজি ৩০ টাকা থেকে ৪০ টাকা ছিল, সেই শসা এখন কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ৪৫ থেকে ৫০ টাকার ঢেঁড়স এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে, এই হিসাবে সপ্তাহের ব্যবধানে সবজির দাম ২০ থেকে ৪০ শতাংশ বেড়েছে।

মাছের বাজারেও প্রায় একই চিত্র। গত সপ্তাহে শিং মাছ আকার ভেদে ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়, সেই মাছ এখন ৫২০-৭০০ টাকা। ১৫০ টাকার পাঙাশ মাছ ১৮০ থেকে ২০০ টাকায় কেজি বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে মাছের মূল্য ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে।এছাড়া, গত সপ্তাহে গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকা, এখন বিক্রি চচ্ছে ৮০০ টাকা, খাসির মাংস ৯০০ থেকে ৯৫০ টাকা এখন বিক্রি চচ্ছে ১০৫০ টাকা ও মুরগির কেজি প্রতি ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ প্রতি কেজি ৭০ টাকা থেকে ৮০ টাকা ছিল। সেই পেঁয়াজএখন কেজি প্রতি ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, রসুন প্রতি কেজি ১৯০ টাকা থেকে ২০০ টাকা ছিল। সেই রসুন এখন কেজি প্রতি ২১০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

দামের সাথে তাল মিলাতে ছোট হচ্ছে ক্রেতাদের বাজারের থলে। দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভেঙে বাজার মনিটরিংয়ের দাবি জানান ক্রেতারা। দ্রব্যমূল্যের উর্ধ্বমুখীর লাগাম টেনে ধরতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সরকার, এমনটাই দাবি সাধারণ মানুষের।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি রমজান মাসে বাজারগুলোতে প্রতিদিন বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় প্রতিবাদকারীকে কুপিয়ে হত্যার ঘটনায় মহিলা পরিষদের ক্ষোভ

ওয়ানডেতে নতুন অধিনায়ক মিরাজ

বিমান বিধ্বস্তের আগে পাঠানো ‘মে ডে কল’ বার্তা কী

‌‌‍‘জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন না হলে পুনরায় স্বৈরাচারের উত্থান ঘটতে পারে’

ভারতে বিমান দুর্ঘটনায় মোদির বিবৃতি

বিমান বিধ্বস্তের খোঁজখবর নিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী 

বরিশালে বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

টাঙ্গাইলে উদ্ধারকৃত ১১ মর্টার শেল যমুনা নদীতে বিস্ফোরণ

লন্ডন বৈঠক গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : রিজভী

রাস্তায় শুয়ে থাকা অবস্থায় অভিনেতা সমু চৌধুরীকে উদ্ধার

১০

ছয় বছরের মধ্যে সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েরা

১১

বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না যুবকের

১২

বিধ্বস্ত বিমান আরোহীদের তথ্য প্রকাশ

১৩

ধরা পড়ল বিমান দুর্ঘটনাস্থলের ভয়াবহ দৃশ্য

১৪

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১৫

সাতক্ষীরায় জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৯

১৬

বোয়িং ৭৮৭ মডেলের ইতিহাসে এভাবে বিধ্বস্তের ঘটনা এটিই প্রথম

১৭

বিমান বিধ্বস্তের ঘটনায় বিবৃতি দিল নির্মাতা প্রতিষ্ঠান

১৮

বিধ্বস্ত বিমানে ভারতীয় ছিল দেড় শতাধিক

১৯

যে কারণে বিমান বিধ্বস্ত হতে পারে, জানিয়েছেন বিশেষজ্ঞরা

২০
X