ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে নিত্যপণ্যের দাম চড়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের বাজারগুলোতে একের পর এক নিত্যপণ্যের অস্বাভাবিক দামে বেকায়দায় সাধারণ মানুষ। নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ হতাশ হয়ে পড়ছে। সঙ্গে বাড়ছে ক্ষোভ। হতাশায় নিমজ্জিত খেটে খাওয়া মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও।

বছরের শুরু থেকেই অস্থিরতা চলছে চাল, পেঁয়াজ, মাছ-মাংসের বাজারে। ভরা মৌসুমেও অস্থির সবজির বাজার। দাম বৃদ্ধির জন্য মনিটরিং এর অভাবকে দায়ী করছেন ক্রেতারা। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, রমজানে প্রতিদিন বাজারে চলবে বিশেষ অভিযান।

ময়মনসিংহের বাজারগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে পণ্যমূল্য বৃদ্ধির পাগলা ঘোড়া। পণ্যের উৎপাদন ও সরবরাহ বেশি থাকলেও বাজারে দাম লাগামহীন। মোটা ও চিকন চালে বস্তা প্রতি বেড়েছে দেড়শ টাকা। সেই সঙ্গে বেড়েছে পোলাওয়ের চালের দাম। গত সপ্তাহে ছিল বেগুন প্রতি কেজি ৩০ টাকা থেকে ৪০ টাকা ছিল, সেই বেগুন এখন কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, টেমেটা প্রতি কেজি ২০ টাকা থেকে ৩০ টাকা ছিল, সেই টেমেটা এখন কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, লেবু প্রতি হালি ২০ টাকা থেকে ৩০ টাকা ছিল, সেই লেবু প্রতি হালি এখন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, শসা প্রতি কেজি ৩০ টাকা থেকে ৪০ টাকা ছিল, সেই শসা এখন কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ৪৫ থেকে ৫০ টাকার ঢেঁড়স এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে, এই হিসাবে সপ্তাহের ব্যবধানে সবজির দাম ২০ থেকে ৪০ শতাংশ বেড়েছে।

মাছের বাজারেও প্রায় একই চিত্র। গত সপ্তাহে শিং মাছ আকার ভেদে ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়, সেই মাছ এখন ৫২০-৭০০ টাকা। ১৫০ টাকার পাঙাশ মাছ ১৮০ থেকে ২০০ টাকায় কেজি বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে মাছের মূল্য ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে।এছাড়া, গত সপ্তাহে গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকা, এখন বিক্রি চচ্ছে ৮০০ টাকা, খাসির মাংস ৯০০ থেকে ৯৫০ টাকা এখন বিক্রি চচ্ছে ১০৫০ টাকা ও মুরগির কেজি প্রতি ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ প্রতি কেজি ৭০ টাকা থেকে ৮০ টাকা ছিল। সেই পেঁয়াজএখন কেজি প্রতি ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, রসুন প্রতি কেজি ১৯০ টাকা থেকে ২০০ টাকা ছিল। সেই রসুন এখন কেজি প্রতি ২১০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

দামের সাথে তাল মিলাতে ছোট হচ্ছে ক্রেতাদের বাজারের থলে। দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভেঙে বাজার মনিটরিংয়ের দাবি জানান ক্রেতারা। দ্রব্যমূল্যের উর্ধ্বমুখীর লাগাম টেনে ধরতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সরকার, এমনটাই দাবি সাধারণ মানুষের।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি রমজান মাসে বাজারগুলোতে প্রতিদিন বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্ত লাগলে রক্ত দেব: সারজিস

‘বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের দেখাশোনার জন্য বিশেষ বিভাগ খুলবে’

চবি ২৮ ব্যাচের ফুটবল উৎসব অনুষ্ঠিত

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

জয় দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু বাংলাদেশের 

‘উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন’-এর শীতবস্ত্র বিতরণ

এইচএসসি পাসেই আবুল খায়ের গ্রুপে বড় নিয়োগ

শীত আবার বাড়বে কি না জানাল আবহাওয়াবিদ

দুই জোড়া ভাইকে নিয়ে ইতালির বিশ্বকাপ দল ঘোষণা

আগামী ৫ দিন কেমন থাকবে শীত

১০

নুরুদ্দিন অপুর উপহারের ক্রীড়াসামগ্রী পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

১১

মেয়ের নাম প্রকাশ করলেন রাজকুমার-পত্রলেখা

১২

‘গণঅভ্যুত্থানে যাদের ভূমিকা নাই, তারাই নানা আকাঙ্ক্ষার কথা বলে’

১৩

ট্রাম্পের গাজা প্যানেল নিয়ে ইসরায়েলের আপত্তি

১৪

যে গ্রামে দোকান চলে দোকানদার ছাড়াই

১৫

গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তারেক রহমান 

১৬

এ আর রহমানকে ‘ঘৃণ্য মানুষ’ বললেন কঙ্গনা

১৭

তিন ইস্যুতে ইসি ঘেরাও ছাত্রদলের

১৮

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক সন্ধ্যায় 

১৯

শাকসু নির্বাচনের প্রচারে ১২ ঘণ্টা সময় বাড়ল

২০
X