খুলনার একটি এনজিওতে চাকরি করতেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার জিনপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মান্নান মন্ডল। ছুটি নিয়ে বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে তিনি এসেছিলেন গ্রামের বাড়িতে। কারণ, শুক্রবার (১৫ মার্চ) বোনের শিক্ষক নিবন্ধন পরীক্ষা। সেই পরীক্ষায় অংশ নিতে বোন ইতি রাণীকে কেন্দ্রে নিয়ে যাওয়ার কথা ছিল মান্নানের।
এ দিন সকাল ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে মান্নান মন্ডল বোন ইতিকে নওগাঁ শহরের কেন্দ্রে পৌঁছে দিতে রওনা হন। যাওয়ার পথে জেলার মহাদেবপুর উপজেলার বাগডোব ডিমজাওন এলাকায় পৌঁছলে দ্রুতগামী মিনি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মান্নান মন্ডল নিহত হন। অপরদিকে বোন ইতি রাণীও আহত হন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন কালবেলাকে বলেন, খবর পাওয়ামাত্রই পুলিশ পাঠানো হয়েছে। পরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
মন্তব্য করুন