বাগেরহাটের মোড়েলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে।তার ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলায় পালিত হচ্ছে নানা কর্মসূচি। দিবসটি উপলক্ষে রোববার (১৭ মার্চ) সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবনের সামনে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলার সব সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ-ই-আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান, মোড়েলগঞ্জ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শিশু সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বর্ণাঢ্য শোভাযাত্রা, হাসপাতাল-এতিমখানা ও হাজতখানায় উন্নতমানের খাবার পরিবেশন, কেককাটা, ইফতার অনুষ্ঠান ও বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
মন্তব্য করুন