সোনারগাঁ (নারায়নগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০৪:০৪ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ‘ডাকাত সন্দেহে’ পিটুনিতে নিহত ৪

ঘটনাস্থল পরিদর্শনে সোনারগাঁ থানা পুলিশ। ছবি : কালবেলা
ঘটনাস্থল পরিদর্শনে সোনারগাঁ থানা পুলিশ। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘ডাকাত সন্দেহে’ গ্রামবাসীর গণপিটুনিতে অন্তত চারজনের মৃত্যু হয়েছেন। গুরুতর আহত একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৭ মার্চ) রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের বাগরি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন।

তিনি জানান, এ ঘটনায় তিনজন ঘটনাস্থলে মারা গেছেন। একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনি সেখানে মারা যান।

নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে, সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর গ্রামের আমানুল্লাহর ছেলে জাকির (৪০), জেলার আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের সামসুল হকের ছেলে আব্দুর রহিম (৪৮), একই উপজেলার জালাকান্দি গ্রামের আব্দুল মজিদের ছেলে নবী হোসেন (৩৫)। এছাড়াও, আহত অবস্থায় মোহাম্মদ আলী নামে অপর একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, গ্রামবাসীর ভাষ্য, রাতে একদল ডাকাত তাদের গ্রামে ঢোকে। পরে এলাকাবাসী ডাকাতদের পিটুনি দিয়ে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বাগরি গ্রামের বাগরি বিলে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পান স্থানীয়রা। তাদের গতিবিধি দেখে ডাকাত বলে সন্দেহ করে। পরে স্থানীয় মসজিদের মাইকে ‘গ্রামে ডাকাত পড়েছে’ বলে ঘোষণা দিলে গ্রামবাসী বিলের সামনে জড়ো হন। তাদের ধাওয়ায় ওই ব্যক্তিরা বিলের পানিতে ঝাঁপিয়ে পড়েন। স্থানীয়রা তাদের মধ্যে পাঁচজনকে ধরে পিটুনি দিলে তিনজন ঘটনাস্থলে মারা যান।

সোনারগাঁ পরিদর্শক তদন্ত মহসিন মিয়া জানান, নিহত তিনজনের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ডাকাত দলের সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও একজন হাসপাতালে মারা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

‘সাধারণ মানুষের প্রত্যাশা ক্লিন ইমেজের নেতাদের মনোনয়ন দেবে বিএনপি’

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলায় সিইউজের নিন্দা

কুর্দিস্তানে ক্যান্সার রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে

হোয়াইটওয়াশ করার মিশনে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ 

ভারত-পাকিস্তান ম্যাচে পোকামাকড়ের উপদ্রব!

৫৮ বছরে সন্তানের বাবা হলেন আরবাজ খান

শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১১০ ধারা প্রয়োগ করা হবে : ঢাকা জেলা প্রশাসক

একতা থাকলে ক্লিন গ্রিন হেলদি সিটি গড়া সম্ভব : চসিক মেয়র

ধানমন্ডিতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০

১০

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষা উপদেষ্টার বার্তা

১১

ছুটি শেষে রাকসুর প্রচার শুরু, রয়ে গেছে শঙ্কা

১২

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার

১৩

অনেক উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভেবে রেখেছেন : নাহিদ

১৪

নতুন সংকট তৈরি হলে আরও একটা গণঅভ্যুত্থান হবে : মঞ্জু

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

১৬

তাহিরপুরে বালু মহালের জায়গা নির্ধারণ করে দিল প্রশাসন

১৭

সমালোচনায় আমার কিছু যায় আসে না : বাঁধন

১৮

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর

১৯

সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত : আলী রীয়াজ

২০
X