বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নে ঢাপরকাঠি ও কোচনগর গ্রামে পান্ডব নদীতে বিলীন হচ্ছে রাস্তা ও বাড়িঘর। প্রতিদিনই ভাঙছে নদীর পার। দিন দিন এ ভাঙন তীব্র আকার ধারণ করছে।
এতে রাস্তা, বাড়িঘর, গাছপালা ভেঙে নদীতে বিলীন হচ্ছে। ঘরবাড়ি হারিয়ে অনেকে খোলা স্থানে অসহায় দিন কাটাচ্ছেন। বাড়িঘর হারিয়ে তারা এখন নিঃস্ব। কোনো জনপ্রতিনিধি তাদের কোনো খোঁজ নিচ্ছেন না বলে অভিযোগ করেন নদী ভাঙনকবলিত অসহায় মানুষ।
স্থানীয়রা জানান, গত এক থেকে দেড় বছরের নদীর ভাঙন তীব্র আকার ধারণ করে। এরই মধ্যে কয়েকটি বাড়ি, গাছপালা নদীতে বিলীন হয়ে যায়। এ ছাড়া উপজেলা শহর ও কলসকাঠী বন্দর হতে ঢাপরকাঠী গ্রামে যাতায়াতের পাকা সড়কটির ৫০ মিটার নদীতে বিলীন হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।
খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙনকবলিত স্থানে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেন। তবে এলাকাবাসীর অভিযোগ রাস্তা রক্ষায় ও নদীর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আশ্বস্ত করে থাকলেও এখন পর্যন্ত কোনো সুফল তাদের কাছ থেকে পাওয়া যায়নি।
এদিকে প্রতিনিয়ত ভাঙছে নদীর পাড়। এ ছাড়া হুমকির মুখে রয়েছে কোচনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাপরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মসজিদ ও ঢাপরকাঠি হাটবাজারসহ অসংখ্য বাড়িঘর।
এ বিষয়ে কলসকাঠী ইউপি চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না বলেন, আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকবার আলোচনা করেছি। কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ব্যবস্থা নেয়নি।
এ ব্যাপারে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন বলেন, নদী ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ফেলার জন্য দ্রুত চেষ্টা করছি।
মন্তব্য করুন