ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০৮:০৯ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সরকার নির্ধারিত দামে মিলছে না মুরগি-মাংস

ঝিনাইদহ মুরগি বাজার। ছবি : কালবেলা
ঝিনাইদহ মুরগি বাজার। ছবি : কালবেলা

ঝিনাইদহে সরকারের নির্ধারিত দামে মিলছে না নিত্যপ্রয়োজনীয় পণ্য। নির্দেশ পালনে মাঠে নেই দায়িত্বশীল দপ্তরগুলো।

বুধবার (২০ মার্চ) ঝিনাইদহ শহরের বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা যায়, ব্রয়লায় মুরগি বিক্রি হচ্ছে ১৯৫ টাকা কেজি ও সোনালি মুরগি ৩০০ টাকা কেজি। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০-৭৫০ টাকা কেজি দরে।

ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা, ট’বাজার, আরাপপুর, পাগলাকানাই, পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন বাজারে একই দামে বিক্রি হচ্ছে মুরগি ও গরুর মাংস।

ঝিনাইদহ আরাপপুর এলাকার ছব্দুল পোল্ট্রি হাউসের মালিক ছব্দুল হোসেন বলেন, গতকাল ভোক্তা অধিকারের অফিসার মেহের আফরোজ বাজারে এসেছিলেন। তিনি এসে দেখে গেছেন সবকিছু। এ সময় বাজার মূল্য তালিকায় ব্রয়লার মুরগি ১৯৫ টাকা ও সোনালি মুরগি ৩০০ টাকা দাম লিখে বিক্রি হচ্ছে। এতে আপত্তি জানাননি ভোক্তা অধিদপ্তরের ওই কর্মকর্তা।

পাগলাকানাই এলাকার মুরগি ব্যবসায়ী ইনতাজ হোসেন বলেন, আমরা সরকার নির্ধারিত দামে মুরগি কিনতে পারছি না। বিক্রি করব কীভাবে।

ঝিনাইদহ নতুন হাটখোলার মুরগি ব্যবসায়ী কামাল হোসেন বলেন, আজকে আমরা ব্রয়লার বড় খামারিদের কাছ থেকে কিনছি ১৭১ টাকা কেজি এবং ছোট ১৬৮ টাকা কেজি, সোনালি ২৬৭ টাকা কেজি কিনে ৩০০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে।

আপনারা সরকারের নির্দেশ মানছেন না কেন? এমন প্রশ্ন করলে তিনি বলেন, আমরা কিনতে না পারলে বিক্রি করব কী করে। তাহলে আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে। মুরগি কেনার মেমো দেখাতে বললে তিনি বলেন, আমাদের কোনো মেমো দেওয়া হয় না।

একজন পাইকারি মুরগি ব্যবসায়ী নাম গোপন রাখার শর্তে বলেন, কোম্পানি আমাদের কাছে সর্বনিম্ন ১৬৮ টাকা কেজি বিক্রি করলেও সরকার নির্ধারিত দামেই তাদের বিক্রয় শিট করছে। মেমো চাইলে দিচ্ছে না। বলছে নিলে নেন না নিলে না নেন।

ঝিনাইদহ শহরের আরাপপুরের সিপি কোম্পানির ডিপোর ম্যানেজার মেহেদী হাসান বলেন, আমরা সরকারের নির্ধারিত দামেই বিক্রি করছি। বিক্রয় ইনভয়েস দেখাতে বললে তিনি বলেন অফিসে কোনো মেমো রাখা হয় না। মেমো খামারিদের কাছে।

অফিসের আরও দুই কর্মচারী মো. জিয়া ও ফজলে এলাহীকে মেমো দেখাতে বললে তারা বলেন, আমাদের অফিসে কোনো মেমো নেই।

শৈলকুপার দুধসর এলাকার খামারি হাসান বলেন, আমাদেরও কোম্পানি থেকে কোনো মেমো দেওয়া হয় না। আমরা কোম্পানি থেকে ৪১ টাকা পিস হিসেবে চলতি সিজনে বাচ্চা নিয়েছি। এখন একটি বাচ্চা বিক্রি হচ্ছে ৮০ টাকা পিস। তিনি বলেন, খাবারের দাম এত, ওষুধ ও পরিচর্যা আবার অনেক বাচ্চা মারাও যায় তাহলে খামারিরা কি করবে।

একজন খামারি নাম গোপন রেখে বলেন, একটি উর্বর ডিমের দাম সর্বোচ্চ ১২ টাকা, সেই ডিম হ্যাচিং করে খামারী পর্যায়ে পৌঁছাতে সকল খরচ ধরে ২৫ টাকার মধ্যে হয়ে যাওয়া সম্ভব। কিন্তু একটি বাচ্চা কোম্পানি বিক্রি করছে ৮০ টাকা। পোল্ট্রি সেক্টর মূলত সিন্ডিকেট ও কোম্পানির হাতে বন্ধী। এদিকে ঝিনাইদহে কয়েকটি কোম্পানি রয়েছে যারা বাচ্চা থেকে শুরু করে, খাবার, ওষুধ, ডিম ও মুরগি বিক্রি করে থাকেন। ঝিনাইদহে সিপি কোং, প্যারাগন, একাত্তর ও কাজী ফার্মসসহ বিভিন্ন কোম্পানি এ ব্যবসা বিস্তার করেছে।

সরকারের নির্ধারিত দামের বেশি দামে পাইকারি বিক্রি করলেও মেমো না দেওয়ার অভিযোগ পেয়ে এসব অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

সরকারের নির্ধারিত দামে মুরগি বিক্রির তদারকি নিয়ে ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, এ বিষয়ে কৃষি বিপণন কর্মকতার সাথে কথা বলেন। তারা দেখবে এই বিষয়টি।

ঝিনাইদহ জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, আমাদের জনবল কম। তদারকিতে মাঠে নামতে হবে।

কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, আমাদের জনবল কম। প্রত্যেক জেলা উপজেলার স্থানীয় মাঠ প্রশাসন, জনপ্রতিনিধি, বাজার পরিচালনা কমিটি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়ে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় প্রশাসন আমাদের সহযোগিতা না করলে সরকারের এই নির্দেশ বাস্তবায়ন করা সম্ভব নয়। আমি ঝিনাইদহের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ’ইনিংস’ শুরু করলেন শচীনকন্যা সারা

যেসব লক্ষণ দেখলে বুঝবেন কেউ গোপনে আপনাকে ভালোবাসে

টিকটকার ইয়াসমিন আসলে ছেলে, জেন্ডার ফাঁসের পর গ্রেপ্তার

স্বাস্থ্য খাতে অনিয়ম বরদাশত করা হবে না : উপদেষ্টা নুরজাহান 

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে যা জানালেন সিইসি

বিয়েতে রাজি না হওয়ায় নারীকে খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আজ বেবী নাজনীনের জন্মদিন

চা দোকানের মাসিক বিল ৩ লাখ টাকা

বাড়িতে ঢুকে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১০

রাগিনী এমএমএস ৩’তে যুক্ত হচ্ছেন তামান্না ভাটিয়া

১১

পর্তুগালের তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াল ম্যানসিটি

১২

ছবিতে কী দেখছেন, উত্তরই বলে দেবে আপনি অলস না পরিশ্রমী!

১৩

এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ

১৪

 গাজায় দুর্ভিক্ষ হচ্ছে কি না, জানালেন জাতিসংঘ মহাসচিব

১৫

কেন্দ্র দখল করলেই ভোট বাতিল : সিইসি

১৬

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতার পদত্যাগ

১৭

সিপিএলে সাকিবের ব্যর্থতা চলছেই, দল হারল ৮৩ রানে

১৮

কটাক্ষের শিকার আলিয়া

১৯

ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়নের ফ্লাইট স্থগিত

২০
X