রাঙামাটির অজ্ঞাত রোগে গত আড়াই মাসে ৫ জন মারা গেছেন। জেলার বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নে জ্বর, ব্যথা, বমিসহ আরও বিভিন্ন উপসর্গ নিয়ে তাদের মৃত্যু হয়। এ ছাড়া ১০-১২ জন এসব উপসর্গে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এসব ঘটনায় উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ৬ সদস্যের একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, ভূষণছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চান্দবিঘাট পাড়ায় জানুয়ারি মাস থেকে ভিন্ন ভিন্ন সময়ে ৫ জন মারা গেছেন। তাদের মধ্যে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে চলতি বছরের জানুয়ারি মাসের ১০ তারিখ। ওই দিন পত্ত রঞ্জন চাকমা (২৫) এই রোগে মারা যান। পরে ৭ ফেব্রুয়ারি বিমলেশ্বর চাকমা (৫৫), ২৬ ফেব্রুয়ারি ডালিম কুমার চাকমা (৩৫), ১৫ মার্চ চিত্তি মোহন চাকমা (৬০) এবং সবশেষ ১৭ মার্চ সোনি চাকমা (৮) মারা যান। এদের সবাই একই উপসর্গ নিয়ে মারা যান।
স্থানীয়দের বিশ্বাস, জানুয়ারিতে সে এলাকায় একটি প্রাচীন বটগাছ কাটা হয়। যার অভিশাপে এই ঘটনা ঘটছে। যার কারণে স্থানীয়ভাবে আক্রান্তদের কবিরাজি চিকিৎসা করা হচ্ছে। কাউকে হাসপাতালে কিংবা কোনো চিকিৎসকের কাছে নেওয়া হয়নি। বিষয়টি গোপনও রাখা হয়।
বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা জানান, আমি বিষয়টি শুনেছি দুদিন আগে। এখনো সেখানে ১০-১২ জন আক্রান্ত আছে বলে খবর পেয়েছি। এর আগে একই প্রাদুর্ভাব নিয়ে জানুয়ারি থেকে বিভিন্ন পরিবারে সময়ে ৫ জন মারা গেছেন। বিষয়টি জানার পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানাননো হয়। তিনি চিকিৎসক টিম পাঠানোর ব্যবস্থা নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মং ক্যছিং সাগর জানান, শরীরে হঠাৎ করে ব্যথা অনুভব, তীব্র তাপমাত্রায় জ্বর, বমি বমি ভাব হয় এবং রক্তবমি করে ৫ জন মারা গেছেন। এ খবর পেয়েছি দু-একদিন আগে। মঙ্গলবার (১৯ মার্চ) একটি চিকিৎসক টিম ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জাম সহকারে পাঠানো হয়েছে। জায়গাটি দুর্গম হওয়ায় তাদের বেশকিছু পাহাড়িপথ হেঁটে যেতে হবে। বুধবার (২০মার্চ) সকাল থেকে চিকিৎসক টিমের সেবা শুরু করার কথা রয়েছে। রাঙামাটির সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী জানান, খাবারের থেকে এই প্রাদুর্ভাব ছড়াচ্ছে বলে মনে হচ্ছে। চিকিৎসক টিম পাঠানোর হয়েছে। সেখানে মোবাইল নেটওয়ার্ক তেমন না থাকায়, তারা ফিরলে বা তথ্য পাঠাতে পারলে বিস্তারিত জানা যাবে। ওই এলাকার লোকজন এত দিন আমাদেরকে বিষয়টি জানায়নি। জানতে পারলে আরও আগেই ব্যবস্থা নেওয়া যেত।
মন্তব্য করুন