কক্সবাজারে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। ওই ইমামের নাম হাফেজ মাওলানা নূর মোহাম্মদ (৪৫)। বুধবার (২০ মার্চ) রাতে মহেশখালীর হোয়ানকের জামালপাড়ায় তারাবির নামাজ শেষে তিনি নিজ কক্ষে হার্ট অ্যাটাকে মারা যান।
নূর মোহাম্মদ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজান ইউনিয়নের বলিপাড়া গ্রামের মরহুম হাজী আব্দুল গফুরের ছেলে। তিনি জামালপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও ইসলামিয়া হাফেজিয়া এতিমখানার শিক্ষক।
রাত সাড়ে ১২ টায় তার কর্মস্থল জামালপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং মরদেহ চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে বৃহস্পতিবার (২১ মার্চ) দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি স্ত্রী ও দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য ছাত্র ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
এদিকে ইমামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শতশত মুসল্লি তাকে দেখতে আসনে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মন্তব্য করুন